উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলবে সেনাবাহিনীতে কাজের সুযোগ, জানুন বিস্তারিত

ছবি : প্রতীকী

ছোটবেলা থেকে অনেকেরই স্বপ্ন থাকে দেশের সেবা করার। ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়ে দেশের কাজে নিজেকে যুক্ত করতে চান দেশের বহু যুবক। তবে এবার সরকার আপনাকে দিচ্ছে নতুন সুযোগ। উচ্চমাধ্যমিক পাশ করলেই সরকার সিপাহী ফার্মা পদে নিয়োগ করছে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতেই হবে।
২. ৫৫ শতাংশ নম্বর পেয়ে ডি ফার্মা পাশ হতে হবে।
৩. এছাড়াও আবেদনকারীকে স্টেট ফার্মেসি কাউন্সিল/ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রেশন থাকতে হবে।

শারীরিক উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার এবং ছাতি হতে হবে ৭৭ সেন্টিমিটার।

১ অক্টোবর, ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ১৯ থেকে ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

শারীরিক মাপজোক এবং লিখিত পরীক্ষায় পাশ করলে চাকরি মিলবে।

http://joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

আরোও পড়ুন :