রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া, শীতের আমেজ পেতে শুরু করেছে রাজ্যবাসী


ক্যালেন্ডারে এখন নভেম্বর আসতে চলেছে। আর নভেম্বর মানেই শীতের মরশুম ফলে স্বাভাবিক ভাবেই শীত যে রাজ্যে প্রবেশ করবে তেমনটাই স্বাভাবিক। আর আবহাওয়াবিদদের মতে তেমনটা করছেও। রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আলিপুরের মতে শুক্রবারের থেকে শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কম। এখন রাজ্যের স্বাভাবিক তাপমাত্রা ৩০-৩২ এর মধ্যে ঘোরাফেরা করছে।

- Advertisement -

শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ২২.৩ ডিগ্রি। এখন ভোরের দিক করে রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। যা আগামী দিনে আরো বেশি করে ঢুকবে। শুষ্ক থাকবে আবহাওয়া। কালীপুজো অবধি বেশ শীতের আমেজ লক্ষ্য করা যাবে বলে আলিপুর জানিয়েছে।

রাজ্যের উত্তরে হালকা বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন থাকবে বলেই মিলেছে পূর্বাভাস। তবে পুরোপুরি শীতের আমেজ উপভোগ করতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।

আরোও পড়ুন :