প্রতিবছর একই দিনে বিশ্বকর্মা পুজো হয়! জানেন কেন?


আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা থেকে শুরু করে দোকানপাট এবং যেখানেই যন্ত্রের ব্যবহার সেখানেই হবে এই পুজো। এছাড়াও অনেকে গাড়ি, বাইককেও পুজো করে থকেন। যাদের গাড়ির ব্যবসা তারা বড় করে বিশ্বকর্মা দেবের আরাধনা করে থাকেন। মোট কথা যেখানেই যন্ত্রের ব্যবহার সেখানেই বিশ্বকর্মা বর্তমান। অতএব আজকের দিনে সর্বত্রই সাজো সাজো রব।

- Advertisement -

কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করে থাকবেন প্রতি বছর ইংরেজির সেপ্টেম্বর মাসের ১৭ তারিখেই এই পুজো হয়ে থাকে। অন্যান্য দেবদেবীর পুজোর তারিখ বদলে গেলেও বিশ্বকর্মা পুজোর তারিখে কোন বদল ঘটেনা এবং যদিও বা ঘটে তা ব্যতিক্রমী। যেমন, ২০১৯ সালে ১৮ই সেপ্টেম্বর পড়েছিল বিশ্বকর্মা পুজো।

প্রতি বছর একই দিনে বিশ্বকর্মা পুজো হওয়ার অন্যতম কারণ হল, হিন্দু দেবদেবীদের আরাধনা মূলত চন্দ্রের গতিবিধি অনুসারে হয়ে থাকে। কিন্তু, বিশ্বকর্মা পুজো হয়ে থাকে সূর্যের গতিবিধির ভিত্তিতে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, তখন সময় আসে তখনই এই পুজো হয়ে থাকে। মনে করা হয় এই সময় দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন।

বিশ্বকর্মা পুজোর এই বিশেষ দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন। ভাদ্র সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজোর আগে পাঁচ মাসের উল্লেখ মেলে যদি কোন বছর এই পাঁচ মাসের মধ্যে কোন মাসে ২৯ কিংবা ৩২ দিন থাকে তখন বিশ্বকর্মা পুজো একদিন আগে কিংবা পরে হয়। যেমনটা হয়েছিল ২০১৯ সালে।

এই বছর এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর (বাংলায় ৩১ ভাদ্র), শনিবার। 
সপ্তমী তিথি ছাড়ছে ঘ ৩/৫৫/২৯ -এ।  
সূর্যর কন্যা রাশিতে গমন- সকাল ৭. ৩৫ মিনিট।

আরোও পড়ুন :