সাতসকালে দোরগোড়ায় সিবিআই! খবর পেয়ে কী করেছিলেন অনুব্রত মণ্ডল?


দীর্ঘদিন ধরেই সিবিআই এর তলব এড়িয়ে যাচ্ছিলেন তৃণমূলের বীরভূমের জেলা সম্পাদক অনুব্রত মন্ডল। সিবিআই যে এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে সেই বিষয়টি বেশ পরিস্কার ছিল, তবে আজ সকালেই যে কেন্দ্রীয়বাহিনী নিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হবে এমনটা হয়তো নেতা নিজেও ভাবেননি।

- Advertisement -

সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ বিছানায় বসে থেকে অন্যান্য দিনের মতই রোজকার কাজ শুরু করতে যাচ্ছিলেন অনুব্রত মণ্ডল, এমনসময় তিনি জানতে পারেন বাড়ির বাইরে এসে গেছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিয়ে পুরো বাড়ি ঘিরে সিবিআই এর একটা দল চলে যায় বাড়ির ভেতর।

বাড়ির ভেতর ঢুকে ভেতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয়, বাইরে অপেক্ষা করে অন্য একটি দল। এরপরেই অনুব্রত মণ্ডলের সাথে বেশ কিছুক্ষণ কথা হয় সিবিআই এর দুই আধিকারিকের। দেড় ঘণ্টা কথা বলার পর গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। আধিকারিকদের সাথে শান্তভাবেই কথাবার্তা বলেছেন তৃণমূলের প্রভাবশালী এই নেতা। পরে তিনি সিবিআই এর গাড়িতে উঠে পড়েন।

গ্রেফতার করে নেতাকে আনা হয়েছে পানাগড়ের ইএসএল গেস্ট হাউসে। অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করেও দেখবে সিবিআই। সত্যিই কতটা অসুস্থ তা দেখার প্রয়োজন রয়েছে কারণ একাধিকবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই এর তলব এড়িয়ে গেছেন অনুব্রত মণ্ডল।

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের বডি গার্ড সাইগল হোসেনকে জেরা করে অনুব্রত মণ্ডলের নাম পাওয়া যায়। এরপর সিবিআই জানতে পারে সায়গলের ফোন ব্যবহার করে গরু পাচারকারীদের সাথে যোগাযোগ করতেন নেতা। সাথে ছিল বিপুল পরিমাণ টাকার লেনদেন।

আরোও পড়ুন :