মারা গেলেন “শোলে”র “কালিয়া”, শোকের ছায়া বলিউডে

Image Source : Google

মারা গেলেন শোলের “কালিয়া” খ্যাত অভিনেতা বিজু খোটে। আজ সকালেই মুম্বাইয়ের বাড়িতে মৃত্যু ঘটে তার। যদিও মৃত্যুর কারণ এখনো অজানা। বিজু খোটের মতো প্রতিভাবান অভিনেতা কে হারিয়ে শোকস্তব্ধ বলিউড। “আন্দাজ আপনা আপনা” ছবির মাধ্যমেও বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন বিজু।

- Advertisement -

তবে দর্শক তাঁকে মনে রাখবে “কালিয়া” চরিত্রটির জন্য। এই অভিনেতার বাবা এবং মা দুজনেই প্রশংসিত মঞ্চ অভিনেতা ছিলেন। তবে স্বাভাবিক ভাবেই আজ বলিউড সহ গোটা দেশ হারালো অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেতাকে।

আরোও পড়ুন :