বর্তমানে বলিউডের চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন উরফি জাভেদ। মাঝেমধ্যেই তিনি এমন কিছু ছবি এবং ভিডিও আপলোড করে থাকেন যার জেরে সহজেই চলে আসেন চর্চার কেন্দ্রবিন্দুতে।
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগবস ওটিটি’ তে দেখা গেছিল উরফিকে, তারপর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ জনপ্রিয়। মাঝেমধ্যেই বিভিন্ন রকমের রকমারি পোশাকে সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি এবং ভিডিও আপলোড করে ভাইরাল হয়ে যান উরফি। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ ফলো করেন উরফিকে।
তার আগে আবার সেফটিপিনের তৈরী পোশাকে দেখা গেছিল অভিনেত্রীকে। মোদ্দা কথা ভক্তদের সাথে জুড়ে থাকতে নিজের পোশাক নিয়ে মাঝেমধ্যেই নানারকম এক্সপেরিমেন্ট করে থাকেন উরফি জাভেদ।
‘তিসরি মানজিল’ ছবির ‘ও হাসিনা জুলফোওয়ালি’ গানটি আজও দর্শকদের কাছে এভারগ্রিন। মহম্মদ রফির গলায় এই গান কখনও পুরানো হবেনা শ্রোতাদের কাছে। নীল রঙের স্বল্প পোশাকে এই গানটিতে নাচলেন উরফি। ভিডিও আপলোডের সাথে সাথেই তার ফ্যানদের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটি।
সম্প্রতি আরো একবার নেটদুনিয়ায় ভাইরাল হলেন উরফি জাভেদ। বিদ্যুতের তার দিয়ে তৈরি পোশাক পড়ে সামনে এলেন অভিনেত্রী মডেল। এর ফলে সহজেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেলেন উরফি জাভেদ। দেখুন সেই ভিডিও।