বাঙালি মেয়ে অশ্লীল গানের ভিডিও কেন বানাবে? এই প্রশ্ন তুলে বাংলার দুজন মডেলকে বেধড়ক মার্ডল করলো দুজন যুবক, সেই সাথে তাদের শাসিয়ে দেওয়া হল ভবিষ্যতে যেন তারা এমন না করে। গোটা ঘটনায় উঠেছে বিতর্কের ঢেউ।
ইনস্টাগ্রামে জনপ্রিয় মডেল সন্নতি ও শ্রী। প্রথমে সন্নতি মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করে এবং তারপরে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা পেতে থাকে। মাঝেমধ্যেই সেখানে নানারকম ভিডিও আপলোড করে থাকে সে। সেখানে দেখা যায় শ্রী কেও।
কিছুদিন আগেই ইউটিউবে একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছিল তারা এবং সেখানে দুজন পুরুষকেও দেখা গেছিল। গানটির নাম ‘রসগোল্লা’, গানটি এখনো অবধি দেখে ফেলেছে লক্ষাধিক মানুষ। গানের কমেন্ট সেকশনেও নানারকম হুমকি আসতে থাকে। কিন্তু সেসবকে বিশেষ পাত্তা দেননি দুজনেই।
তবে রহড়ার দোপারিয়াতে এক বন্ধুর বাড়ি যেতে গিয়ে রাস্তার মধ্যে এভাবে হামলার শিকার হবেন তারা কল্পনা করতে পারেননি। অন্ধকার রাস্তার মধ্যে প্রথমে দুজন যুবক বাইকে করে আসে তাদের মুখে মাস্ক পড়া ছিল। একজন প্রথমে শ্রী কে মারে শ্রী তখন চিৎকার করলে ছুটে আসে সন্নতি।
এরপর সন্নতির মাথার পেছনে আঘাত করা হয়। এরপরেই তারা শাসিয়ে চলে যায়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। সমাজে কিছু মানুষ এভাবে নিজেরাই বিধান দেবে তা মেনে নিতে পারছেন না অনেকেই। এমন আচমকা আঘাতে দুই মডেলই বেশ বিপর্যস্ত ও আতঙ্কিত। তারা আগামীদিনে আর এমন কাজ করবে কি না সেটা উত্তর দেবে সময়।