রাজ্য রাজনীতির যা অবস্থা সেখানে মমতা বন্দোপাধ্যায়ের দিল্লি সফর বেশ গুরুত্ব পাচ্ছে রাজ্যের মানুষের কাছে। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের দিকে তাকিয়ে বসে আছেন অনেকেই।
দিল্লি পৌঁছে প্রথমেই মমতা বন্দোপাধ্যায় দলীয় সাংসদদের সাথে আলোচনায় বসেছেন এবং ২০২৪ এর নির্বাচনের রুট ম্যাপ ঠিক করে দিয়েছেন। সম্প্রতি চলছে বাদল অধিবেশন। এই সময় কেন্দ্রকে চাপে রাখাই তৃণমূলের প্রধান লক্ষ্য। সমাজের নানা ইস্যু নিয়ে তাদের সরব হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাদল অধিবেশন হওয়ার কারণে সমস্ত সাংসদরা দিল্লিতেই উপস্থিত রয়েছেন। সেখানে নির্দেশ দিতে সুবিধা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পার্লামেন্টের ভেতরে এবং বাইরে আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ কর্মসূচি নিরন্তর চালিয়ে যেতে হবে এবং এই প্রতিবাদই চব্বিশের ভোটে তৃণমূলের একমাত্র হাতিয়ার হবে বলে জানিয়েছেন তিনি।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দোপাধ্যায় নিজেও। চব্বিশের লোকসভা ভোট কিছুতেই বিজেপিকে ফাঁকা মাঠ দিতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সর্বশক্তি দিয়ে নরেন্দ্র মোদিকে রোখার চেষ্টা চালাবেন তিনি, এমনটা জানিয়ে দিয়েছেন আজকের বৈঠকে।
আগামী কাল নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম এবং কংগ্রেসের বক্তব্য পার্থ চট্টপাধ্যায়কে নিয়ে যেভাবে বেকায়দায় পড়েছে তৃণমূল, আগামীকালের বৈঠকেই তার সমঝোতা করে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের দাবি কতটা সত্য তা জানা যাবে সময় এলেই।