আজ মহালয়া। সারা রাজ্য জুড়ে সাজো সাজো রব। কার্যত আজ থেকেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজোর। ভোর হতে না হতেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনবে অসংখ্য মানুষ, এরপর টিভির মহালয় তো আছেই। সব মিলিয়ে আজ থেকেই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু।
তবে এসবের পাশাপাশি মহালয়ার দিন ভোরবেলা পুর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন সাধারণ মানুষ। এই প্রথা চলে আসছে বছরের বছর ধরে। গঙ্গার ঘাটে ঘাটে দেখা যাবে মানুষের ভিড়। সেখানে তর্পণের মাধ্যমে নিজেদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করবেন সকলে। এর পাশাপাশি আজকের দিন বিশেষ কিছু মন্ত্র জপ করলে আপনিও কাটিয়ে উঠতে পারবেন জীবনের বহু বাঁধা বিপত্তি।
“শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে। সর্বস্যার্তিহরে দেবী নারায়ণী নমোহস্তুতে।” এই মন্ত্রটি আজ ১০৮ বার অবশ্যই জপ করুন। তাহলেই নিষ্কৃতি পারবেন সমস্যার হাত থেকে।
আসন্ন বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে আজকের শুভদিনে “ওঁ হ্রীং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা” এই মন্ত্রটি জপ করতে পারেন।
পরিবারের সকলের সুস্বাস্থ্যের জন্য “দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি দেবী পরং সুখম। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি” এই মন্ত্রটি ১০৮ বার অবশ্যই জপ করুন।