“বিজেপি যদি তৃণমূলের উপর আক্রমণ করে, তবে আমরা হাত গুটিয়ে বসে থাকব এমনটা ভাবার কোনও কারণ নেই”, ত্রিপুরা থেকে হুংকার জননেতা রাজীবের


একুশের বিধানসভা ভোটের আগে দলে থেকে কাজ না করতে পারার কষ্ট বুকে নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। তবে ভোটের ফলাফল প্রকাশের সাথে সাথেই নিজের ভুল বুঝতে পেরেছিলেন তিনি। আর তারপর থেকেই নানাভাবে চেষ্টা করেছেন সবুজ শিবিরে ফিরে যাওয়ার। ৩১শে অক্টোবর ত্রিপুরায় অভিষেক বন্দোপাধ্যায়ের সভায় তৃণমূলে ফিরে গিয়েই ত্রিপুরা দেখার দায়িত্ব পেয়েছেন রাজীব। আর সেখান থেকেই এবার বিজেপির বিরুদ্ধে হুংকার দিলেন তিনি।

- Advertisement -

ত্রিপুরা থেকে বিজেপির উদ্দেশ্যে রাজীব বলেছেন, “বিজেপি যদি তৃণমূলের উপর আক্রমণ করে, তবে আমরা হাত গুটিয়ে বসে থাকব এমনটা ভাবার কোনও কারণ নেই। তৃণমূলও কিন্তু পাল্টা দিতে জানে। তবে আমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু ভদ্রতাকে দুর্বলতা ভাবলে ঠিক হবে না। কেউ নিজেকে একলা না ভাববেন না। কারও ওপর হামলা হলে সব স্তরের নেতৃত্ব ও কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন।”

ত্রিপুরায় নিজেদের সরকার গঠনের প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। সেখানে ঘন ঘন তৃণমূল নেতাদের যাতায়াত লেগেই আছে। রাজীব বাবু দলে ফিরেই গুরুদায়িত্ব হাতে পেয়েছেন যা তিনি সর্বসম্মতভাবে পালনে ব্যস্ত। আগামীদিনেও কি তিনি এইভাবেই তৃণমূলের একজন সৈণিক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন? সেই উত্তর দেবে সময়।

আরোও পড়ুন :