সময়ের সাথে তাল রেখে বদলে গেছে সিনেমার ভাষা। সিনেমা শুধু এখন বিনোদনের মাধ্যাম নয়, সিনেমা জ্ঞাপনের মাধ্যম। মনের কোনো ভাব এক্সপ্রেশনের মাধ্যম। সবসময় যে খুব সরাসরি তা ও ঠিক নয়, কখনো কখনো ঘুরিয়ে পেঁচিয়ে।
আর এই নতুন ভাষার ফলেই সিনেমার প্লটেও ঘটেছে আমূল পরিবর্তন। শুধু মাত্র গল্পের ন্যারেটিভের খাতিরেই কখনো কখনো চলে আসছে উদ্দাম যৌনতা। বলিউডেই শুধু নয় বাংলা ছবিতেও দেখা মিলছে এমন যৌনতার।
১) গান্ডু : এই ছবিটার কথা না বললে এই বিষয়ে কথা বলা সম্পূর্ণই হবেনা। পরিচালক কিউ পরিচালিত এই ছবি মুক্তি পায় ২০১০ সালে আর তখন থেকেই এই ছবি একটা ভীষণ রকম সমালোচনা সৃষ্টি করে দর্শকদের মধ্যে। ছবিটি সম্পুর্ন সাদা কালো।
২) ছত্রাক : ২০১১ সালে এই ছবিতে পাওলি দামকে নগ্ন দেখা যায় এবং ছবির একটি মিলনের দৃশ্য এম এম এসের আকারে ছড়িয়ে পড়ে।
৩) বেডরুম : মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিতে আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, রুদ্রনীল, রাহুল থেকে শুরু করে তনুশ্রী সবাইকে একসাথে দেখা গেছে। এই ছবিতে রাহুল এবং তনুশ্রীর একটি দৃশ্য বেশ উষ্ণ।
৪) বিবর : ২০০৬ সালে মুক্তি পায় ছবি বিবর। যা বেশ উষ্ণ দৃশ্যে ভরপুর এবং এই ছবির দৃশ্য ইন্টারনেটে ভাইরাল ও।
৫) আমি ও আমার গার্লফ্রেন্ড : স্বস্তিকা অভিনীত এই ছবি মুক্তি পায় ২০১৩ সালে। ছবিটির পরিচালক মৈনাক ভৌমিক।
৬) তৃষ্ণা : ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি নিয়ে চর্চা আজকের নয়। একদম অন্য অবতারে এই ছবিতে ধরা দিয়েছিলেন ঋতুপর্ণা।
৭) ওহ হেনরি : লকেট চ্যাটার্জি অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে।
৮) কসমিক সেক্স : ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালক কিউ। অভিনেত্রী ঋ কে এই ছবিতে একাধিকবার নগ্ন দেখা গেছে।