পড়ুয়াদের করোনা হলে দায় নেই স্কুলের! মানতে নারাজ অভিভাবকরা


করোনা আবহের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী ১৬ই নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল। দীর্ঘ কয়েক মাস পর আবার স্কুলমুখী হবে পড়ুয়ারা। তবে এবার স্কুল খোলার আগে রাজ্য শিক্ষা দফতরের তরফে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। এরপরেও শুরু হয়েছে গোলমাল। কারণ একটি নির্দেশিকায় অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, তাদের সন্তান স্কুলে এসে কোনভাবে অসুস্থ হয়ে পড়লে তার দায় নেবেনা স্কুল কর্তৃপক্ষ।

- Advertisement -

এরপরেই অসন্তোষ এবং বিরক্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। চার-পাঁচ ঘন্টার জন্য তাদের সন্তানরা থাকবে স্কুল সেখানে তারা করোনাবিধি মানছে কি না তা অভিভাবকরা কীভাবে নজর রাখবেন এবং দিনের এত বেশি সময় স্কুলে থাকার পর কোন পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে সেই দায় স্কুল কর্তৃপক্ষ কীভাবে ঝেড়ে ফেলতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে অভিভাবকদের একাংশ।

স্কুলের তরফে জানানো হয়েছে পড়িয়াদের কিছু হলে দায় নিতে হবে অভিভাবকদের। অন্যদিকে অভিভাবকদের দাবি রাজ্য সরকারের নির্দেশ মেনে করোনাবিধি পালন করে স্কুলগুলি খুলছে। এরপর বাচ্চাদের কিছু হলে সেই দায় স্কুল কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারেনা এবং তারা স্কুলের মধ্যে সন্তানদের ওপর নজর রাখবেন কীভাবে? ফলে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আরোও পড়ুন :