মেয়েদের স্তন নিয়ে মন্তব্য করে বিতর্কের শিকার হলেন তসলিমা নাসরিন! জানুন বিস্তারিত


বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বারবারই তিনি নিজের লেখার মাধ্যমে এমন কিছু বক্তব্য তুলে ধরেন যার ফলে হয় জোর বিতর্ক। ফলে স্বাভাবিক ভাবেই নেট দুনিয়া জুড়ে শোরগোল দেখা যায়। তেমনটাই হল সম্প্রতি।

- Advertisement -

নিজের ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন এমন কিছু কথা বলেছেন যা আসলে বডি শেমিং এর পর্যায়ে পড়ে। ফলে, আরো একবার বিতর্কিত মন্তব্য করে চর্চায় তসলিমা নাসরিন।

নিজের একটি পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, ‘সুগোল সুডোল ফার্ম স্তন দেখতে আমার খুব ভাল লাগে। মেয়েরা স্তন দেখানো, ক্লিভেজ দেখানো জামা পরলে বেশ লাগে দেখতে। সুদর্শন পুরুষদের যেমন শর্টস পরলে বা সুঠাম বাইসেপ দেখানো স্লিভলেস টিশার্ট, বুকের লোম দেখানো ডীপ ভি নেক টিশার্ট পরলে দেখতে ভাল লাগে, তেমন মেয়েদের কিছুটা নিতম্ব ঝিলিক দেওয়া সুগঠিত পা দেখানো মিনি শর্টস পরলে, ক্লিভেজ বা অর্ধেক স্তন দেখানো, পেট এবং নাভি দেখানো ছোট টপ পরলে দেখতে বেশ লাগে’

লেখিকার নাম যখন তসলিমা নাসরিন তখন এত অল্প তিনি থামবেন এমনটা তো হওয়ার কথা নয়। ফলে এখানে না থেমে তিনি আরো লিখেছেন, ‘কিন্তু আজকাল কী যে হয়েছে, যার স্তন দেখতে ভাল নয়, স্যাগিং, বা প্রায় ফ্ল্যাট, তারাও, বিশেষ করে সাংস্কৃতিক জগতের সেলেব্রিটিরা ডীপ ভি নেক ড্রেস পরেন। কেন যে পরেন, কী দেখাতে, বুঝি না। আর বিশাল বপুর কুচ্ছিত পুরুষগুলোও আঁটসাঁট জামা পরে চললেন। চোখ সরাতে পারলে বাঁচি।’

এর থেকেই পরিষ্কার, এমন বক্তব্যের পর আর চুপ করে থাকবেনা কেউ। সুতরাং স্বাভাবিক ভাবেই লেখিকার এই মন্তব্য জুড়ে শুরু হয়ে গেছে শোরগোল। আগামী দিনে এই বিতর্ক কতদূর গড়ায় সেটাই দেখার।

আরোও পড়ুন :