গোটা দেশজুড়ে এখন যে ছবিটি নিয়ে কথা হচ্ছে তার নাম হল ‘দ্য কাশ্মীর ফাইলস’। নব্বইয়ের দশকে কাশ্মীরে হিন্দু পন্ডিতদের ওপর হওয়া অত্যাচারের জ্বলন্ত উদাহরণ এই ছবি যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই ছবির মধ্য দিয়ে ফের উঠে এসেছেন চর্চায়।
‘দ্য কাশ্মীর ফাইলস’ বানানোর জন্য দুই বছর ধরে ৭০০র ও বেশি কাশ্মীরি পন্ডিতদের সাথে কথা বলেছেন পরিচালক সেকথা তিনি জানিয়েছেন নিজেই। ইতিমধ্যেই বেশ কয়েকবার মৃত্যুর হুমকি পেয়েছেন বিবেক এবং কেন্দ্র সরকারের তরফ থেকে তাকে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে।
তবে এসবের মধ্যেই বলিউডের অভিনেত্রী তনুশ্রী দত্ত ফের উঠে এলেন চর্চার কেন্দ্রবিন্দুতে। এর আগে একসাথে ‘চকোলেট’ নামের একটি ছবিতে বিবেকের সাথে কাজ করেছিলেন তনুশ্রী, সেই সময় বিবেক তাকে একটি দৃশ্যের জন্য জামা কাপড় খুলে নাচার জন্য বলেছিলেন, কিন্তু ওই শটে শুধু মুখের ভঙ্গিমার দরকার ছিল।
সারা দুনিয়া যখন ‘মিটু’ ঝড়ে আক্রান্ত তখন এই বিষয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন তনুশ্রী এবং তিনি জানিয়েছিলেন এই সময় সুনীল শেট্টি এবং ইরফান খান এর বিরোধিতা করেছিল। পরিচালক অবশ্যও তখনই এই দাবি কে নস্যাৎ করে বলেছিলেন তনুশ্রী মিথ্যে কথা বলছেন।
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে দেশজুড়ে চরম উন্মাদনা। দেশের মানুষ দলে দলে ভিড় করছেন সিনেমা হলে শুধুমাত্র কাশ্মীর ফাইলস দেখার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ছবির প্রশংসা করেছেন এবং পরিচালকের সাথে ছবিও তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলাকুশলীদের সাথে নিজের ছবি তুলেছেন।