সারা দেশজুড়ে এখন হল কাঁপাচ্ছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। ‘রাধে শ্যাম’ এই ছবির ধারেকাছে ঘেঁষতে পারেনি। যত দিন যাচ্ছে ততই ‘দ্য কাশ্মীর ফাইলস’ কে নিয়ে মানুষের আলোচনা এবং ছবির ব্যবসা দুইই বাড়ছে। তবে এবার আরো একবার এই ছবিকে কেন্দ্র করেই বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী স্বরা ভাস্বর।
এর আগেও একাধিকবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সাথে বিতর্কে জড়িয়েছেন স্বরা। তবে এবার তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘তুমি যদি তোমার সাফল্যের জন্য কারও শুভেচ্ছার আশা করে থাক, তাহলে গত পাঁচ বছর ধরে সবার মাথার উপর বসে কুৎসা করা উচিত হয়নি।’
স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে ছবির নির্মাতা বিবেক অগ্নিহোত্রীকে উদ্দেশ্য করেই এই টূইট করেছেন অভিনেত্রী, তার সাথে আগে কোন বিবাদে জড়িয়েছিলেন স্বরা। তবে নিজের টুইটে অবশ্য কারোর নাম উল্লেখ করেননি অভিনেত্রী কিন্তু অনেকের মতে স্বরা এই কথা বিবেক অগ্নিহোত্রীকেই বলেছেন। নেটিজেনদের একাংশের আবার মত এখন কেরিয়ার ভালো যাচ্ছেনা স্বরার, তাই নানাভাবে খবরে আসার চেষ্টা করছেন তিনি।
মঙ্গলবার এই ছবিকে খোলাখুলিভাবে সমর্থন করলেন নরেন্দ্র মোদি। এর আগে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী। এবার তিনি লিখলেন, ‘বাকস্বাধীনতার ধ্বজাধারী জামাতরা গত পাঁচ-ছয় দিন ধরেই ক্ষোভে ফুঁসছেন। তথ্য ও সত্যের ভিত্তিতে সিনেমাটির বিচার না করে সেটিকে খাটো করে দেখাতে প্রচার চালানো হচ্ছে।’
ছবিটির প্রশংসা করার পাশাপাশি দলের নেতা নেত্রীদেরও ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন নরেন্দ্র মোদি। এরপরেই বঙ্গ বিজেপি নেতা নেত্রীরাও দল বেঁধে দেখছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ইতিমধ্যেই কোলকাতার একটি হলে বাস ভাড়া করে একদল বিজেপি নেতা নেত্রী এই ছবি দেখেছেন।