সুশান্তের ইচ্ছে ছিল দাদার বায়োপিকেও অভিনয় করার! পড়ুন বিস্তারিত

Image Source : Google

“এমএসধোনি দ্য আনটোল্ড স্টোরি” তে কাজ করে সবার নজরে এসেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত তবে সুশান্তের ইচ্ছে ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কাজ করার। হ্যাঁ ২০১৮ সালে গোপনে কলকাতায় এসে দাদার সঙ্গে দেখাও করে গেছিলেন সুশান্ত।

- Advertisement -

সেদিন বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন দাদা তবু তার পরেই ১ ঘন্টার জন্য তিনি বসেছিলেন দাদার সঙ্গে। সেখানে নানা বিষয়ে আলোচনা হয় তাঁদের। কথায় কথায় উঠে আসে যদি কখনো দাদাকে নিয়ে বায়োপিক হয় তাহলে সেখানে সুশান্ত কাজ করবেন। যদিও পরে আর তেমন ভাবে কথা হয়ে ওঠেনি।

দাদার সঙ্গে দেখা করার পর সুশান্ত লিখেছিলেন, ”দাদার সঙ্গে দেখা করার উত্তেজনা ধরে রাখতে পারছিলাম না। ছবিতে আমার অভিব্যক্তি দেখলেই বুঝতে পারবেন। তার জন্য আমাকে ক্ষমা করবেন :))! কী অসাধারণ মানুষ! এক সময়ের সেরা ক্রিকেটার।”

আরোও পড়ুন :