খুব তাড়াতাড়ি আবার ব্যাট হতে মাঠে নামবেন সৌরভ গাঙ্গুলি!

Image Source : Google

বাঙালির আবেগের সাথে ‘দাদা’ নামটি ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে। একসময় ব্যাট হাতে দাদাকে দেখার জন্য মুখিয়ে থাকতো বাঙালি। তবে এখন আর সেরকম ছবি দেখা যায়না কারণ প্রায় দশ বছর আগে নিজের ক্রিকেট কিট তুলে রেখেছেন সৌরভ গাঙ্গুলি। এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।

- Advertisement -

তবে আরো একবার ২২ গজে নামতে চলেছেন দাদা। ব্যাট হাতে তার কেরামতি দেখার সুযোগ পাবে দেশের মানুষ। কোন সিনেমা বা বিজ্ঞাপন নয় সত্যি সত্যিই ২২ গজে খেলতে নামবেন সৌরভ গাঙ্গুলি, আর তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখন থেকেই।

খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে চলেছে ‘লেজেন্ডস ক্রিকেট লিগ’ আর সেখানেই একটি ম্যাচে মাঠে নামবেন সৌরভ গাঙ্গুলি। এই লিগ আসলে ক্রিকেটের রিইউনিয়ন। সেখানে দাদার নেতৃত্বে খেলবেন জাহির খান, মহম্মদ কাইফের মত ক্রিকেটাররা। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই এই কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

এবছর দেশজুড়ে পালিত হবে ৭৫ তম স্বাধীনতা দিবস এবং আর সেই সাথে বিশ্ব ক্রিকেটের ক্রিকেটাররা সম্মান জানাবেন নারী শক্তিকেও। সেই উদ্দেশ্যেই মাঠে নামবেন তারা এবং উস্কে দেবেন মানুষের পুরানো নস্টালজিয়া।

প্রথমে এই ম্যাচ ইডেনে আয়োজন করার কথা হয়েছিল কিন্তু বর্ষার কথা ভেবে তা সম্ভব হচ্ছেনা এবং সেক্ষেত্রে অন্য ভেন্যুর কথা বলা হয়েছে। তা যাই হোক, দাদা মাঠে নামবে শুনে খুশি বাঙালি। আরো একবার দুর্দান্ত কিছু শট দেখার জন্য মুখিয়ে রয়েছে তারা। এখন ফ্যানদের আশা কতটা পূরণ করতে পারেন সৌরভ গাঙ্গুলি।

আরোও পড়ুন :