OMG! সমুদ্র সৈকতে উষ্ণ অবতারে একের পর এক ছবি, চোখ সরানো দায় সোফির ওপর থেকে

49
- Advertisement -


দীর্ঘদিন ধরেই বলিউডের বেশ পরিচিত মুখ সোফি চৌধুরী। বলিউডের একাধিক ছবিতে তাঁকে দেখা গেছে এছাড়াও মডেলিংয়ের দুনিয়ায় তিনি বেশ প্রতিষ্ঠিত এবং পরিচিত নাম। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই আপলোড করে থাকেন নিত্যনতুন ছবি এবং ভিডিও যার সহজেই ভাইরাল হয়ে যান।

- Advertisement -

ইন্সটাগ্রামে ২৭ লক্ষেরও বেশি ফলোয়ার্স সোফির যারা প্রতি মুহুর্তে তার প্রতিটি আপডেটের ওপর নজর রেখে চলে। ফিটনেস নিয়েও সবসময় সতর্ক থাকেন সোফি। তার সঠিক, সুডৌল ফিগারে মন মজেছে বহু যুবকের। প্রতিদিন নিজের ফিটনেস সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকেন সোফি।

সম্প্রতি মালদ্বীপের সমুদ্র সৈকতে একের পর এক ছবি তুলে আপলোড করেছেন অভিনেত্রী যা দেখে অনেকেই মুগ্ধ। নিমেষে সেই সব ছবি ভাইরাল নেটিজেনদের টাইমলাইনে।

আরোও পড়ুন :