দীর্ঘদিন ধরে এক নাগাড়ে তেলের দাম বেড়ে যাওয়ায় প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল ভারতবাসীর। তেলের দাম বেড়ে যাওয়ার ফলে বাজারে সবকিছুর দামই বাড়ছিল সেই সাথে মোদি সরকারের ওপরেই রোষ গিয়ে পড়ছিল ভারতবাসীর। সেই আঁচ বুঝে দেশের মানুষকে দিওয়ালির গিফট দিয়েছেন নরেন্দ্র মোদি। ডিজেলের ওপর ১০ টাকা এবং পেট্রোলের ওপর ৫ টাকার কর ছাড় দিয়েছে কেন্দ্র।
এরপরেই দেশের ২২টি রাজ্য যেমন বিহার, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, গোয়া, আসাম সহ বেশ কিছু রাজ্য নিজেদের মত করে কর ছাড় দিয়েছে যার ফলে সেই সব রাজ্যে তেলের দাম আরো কমে গেছে। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলেও কমেছে তেলের দাম যার মধ্যে সবথেকে বেশি ছাড় মিলেছে লাদাখে। কিন্তু বাংলা, পাঞ্জাব, কেরল, ছত্রিশগড়, ঝাড়খন্ডের মতো বেশ কিছু রাজ্য কর ছাড়ে সহমত হয়নি।
এতদিন রাজ্যের শাসক শিবির তেলের দামের জন্য কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলছিল কিন্তু এখন মমতা বন্দোপাধ্যায়ের সরকার চুপ থাকায় বিজেপি সুর চড়িয়েছে। তার আরো চরম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। কেরল জানিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়নের স্বার্থে এখনই কর ছাড় দিতে পারবেনা তারা।