বলিউড সেলিব্রিটিদের মতো ত্বক চকচকে করতে হলে বাড়িতেই এই উপাদানটি বানিয়ে নিন

Image Source : Google

ত্বকের খেয়াল রাখার জন্য ঘন্টার পর ঘন্টা ফেসিয়াল করতে পার্লারে ঢুঁ মারার দরকার নেই। তার চেয়ে বরং ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিয়ে সেই পয়সা বাঁচানো গেলে ক্ষতি কী?

- Advertisement -

মধুর রয়েছে অনেক গুণ। যাদের ত্বক শুষ্ক তাঁরা প্রতিদিন স্নানে যাওয়ার আগে ২ চামচ মধু নিয়ে হালকা করে ত্বকের মধ্যে লাগিয়ে ম্যসাজ করুন।

ত্বক নরম এবং ভালো রাখতেই শুধু নয়, অনেক সময় রোদ লেগে আমাদের শরীরে ট্যান পড়ে। সেই ট্যান যে ভাবেই হোক তুলতে হবে। ট্যান তোলার জন্য প্রতিদিন ১ কাপ ঠান্ডা দুধ মুখে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে নরম কাপড় দিয়ে মুছে নিন।

একটি পাকা কলার মধ্যে ১ চামচ মধু মিশিয়ে কলাটা চটকে নিন। এরপরে মুখের মধ্যে ভালো করে ম্যসাজ করুন। ১ সপ্তাহ করে দেখুন। দেখবেন ত্বকের জেল্লা বেড়ে গেছে।

৮-১০টি বাদাম আগে বেটে নিতে হবে। বেটে রাখা বাদামের মধ্যে ৩-৪ চামচ দুধ দিয়ে প্যাকটি বানিয়ে নিন। ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আরোও পড়ুন :