আজ রাজ্যের মন্ত্রীসভায় বেশ কিছু রদবদল হতে চলেছে। আর সেখানে আমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর। আজ বিকেল চারটের সময় এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে।
বিগত কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেসের সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা। একদিকে প্রবীন নেতা সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডের মৃত্যু অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন জেলে। সবমিলিয়ে রাজ্যের মন্ত্রীসভায় বেশ কিছু শূন্যস্থানের উৎপত্তি হয়েছে। আর সেখানে এবার নতুন মুখ দিয়ে ভরাট করা হবে।
শোনা যাচ্ছে বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, বিপ্লব রায়চৌধুরীদের মত নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নানা ভাবে মুখ খুলতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি নেতা হওয়ার কারনে ইডি, সিবিআইয়ের থেকে পার পেয়ে যাচ্ছেন শুভেন্দু। তিনিও আসলে দূর্নিতির সাথে যুক্ত।
যে টালমাটাল অবস্থায় রাজ্য রাজনীতি দাঁড়িয়ে সেখানে আজকের শপথ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারির উপস্থিতি নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ। তিনি এই মন্ত্রিসভার রদ বদল নিয়ে কি প্রতিক্রিয়া দেন তা জানার জন্য মুখিয়ে রাজ্যের মানুষ।