সম্প্রতি হয়ে যাওয়া ইংল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স বেশ ভালো। গত রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬০ রান তাড়া করতে নেমে হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ ব্রিটিশ বোলারদের নাস্তানাবুদ করে ছাড়ে। তা দেখে শুধু দেশ নয় বিদেশেও অনেকে তাদের প্রশংসা করেছে।
আর এই তালিকায় রয়েছে পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারের নাম। তিনি নিজের ইউটিউব চ্যানেলে নানারকম বিষয়ে কথা বলে থাকেন যা বেশিরভাগই ক্রিকেট বিষয়ক। নিজের চ্যানেলে একটি ভিডিওতে শোয়েব বলেছেন, পন্থ দারুন প্লেয়ার। চাপের মুখেও বেশ ঠাণ্ডা মাথায় সে খেলে।
দ্রাবিড়ের ছেলেরা যে আগামী বিশ্বকাপে দিকে তাকিয়ে তেতে উঠছে তা অনেকেই বুঝতে পারছেন। গত রবিবার ইংল্যান্ড কে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারত। বিগত কিছু মাস ধরে হার্দিক পান্ডিয়ার ফর্ম ভালো ছিলনা। আইপিএল থেকে আবার নিজের ফর্মে ফিরতে শুরু করেছেন হার্দিক।
শোয়েবের গলায় পন্থের ক্রিকেটের প্রশংসার পাশাপাশি তিনি বলেছেন পন্থ তার ওজন কমালে ভালো মডেল হতে পারবে। আরো একটু ফিট হতে হবে পন্থ কে। ভারতের বাজারে ক্রিকেটারদের ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। সেইদিকে নির্দেশ করেছেন শোয়েব।
শোয়েব আখতারের এই বিষয়ে সংযোজন,’ওর ওজন সামান্য বেশি। আমি নিশ্চিত ও ব্যাপারটা ঠিক করে নেবে। কারণ ভারতীয়দের একটা বড় মার্কেট রয়েছে। ওকে ভাল দেখতেও। ভাল মডেলও হতে পারবে। কোটি কোটি টাকা আয় করবে। আসলে কোনও ভারতীয় সুপারস্টার হয়ে উঠলে তার পিছনে অনেক ইনভেস্ট করা হয়।’