অবশেষে মুখ খুললেন রোনাল্ডো, ভক্তদের উদ্দেশ্যে দিলেন বড়োসড়ো বার্তা

রোনাল্ডো
পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরোক্কোর কাছে হেরে যাওয়ায় খুব সম্ভবত রোনাল্ডো দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। আশা করা যায় খুব শিগগিরই রোনাল্ডো তার অবসরের ঘোষণা করবেন। সেই ঘোষণার পরেই ফুটবলের এক অধ্যায়ের সমাপ্তি হবে। মরোক্কোর কাছে হারার পরে চোখের জল মুছতে মুছতে তার ড্রেসিং রুমের দিকে যাওয়ার দৃশ্য চোখে জল এনেছে বিশ্বের সমস্ত ফুটবল প্রেমীর।

- Advertisement -

শেষের ম্যাচ গুলোতে প্রথম একাদশে জায়গা না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তোপের মুখে পর্তুগাল কোচ কিন্তু রোনাল্ডো ছিলেন নিশ্চুপ। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা অস্ত্র কে কিভাবে বেঞ্চে বসিয়ে রাখতে পারেন কোচ, এই নিয়ে প্রশ্ন করেছেন অনেক নামি প্রাক্তন ফুটবলাররাও কিন্তু শেষপর্যন্ত রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরায় থেকে গেলো।

কিন্তু মিডিয়ার সামনে অথবা সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো ছিলেন পুরোপুরি নিশ্চুপ, অগণিত ভক্তরা অপেক্ষা করছিলেন কি বার্তা দেবেন রোনাল্ডো, অবশেষে মুখ খুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের উদ্দেশ্যে দিয়েছেন বড়োসড়ো বার্তা, জেনে নিন কি বলছেন তিনি।

রোনাল্ডো লিখেছেন, “পর্তুগালের হয়ে বিশ্বকাপ জয় ছিল আমার সবথেকে বড় স্বপ্ন। আমি অনেক আন্তর্জাতিক মানের শিরোপা জিতেছি কিন্তু দেশের হয়ে বিশ্বকাপ জয় ছিল আমার সবথেকে বড় স্বপ্ন। আমি এর জন্য প্রচুর লড়াই করেছি, এই স্বপ্ন পূরণের জন্য প্রচুর পরিশ্রম করেছি, দলের দুর্দান্ত খেলোয়াড় সাথে এবং লক্ষ লক্ষ পর্তুগিজ সমর্থকদের সমর্থনে আমি গত ১৬ বছরে ৫ টি বিশ্বকাপে গোল করেছি। আমি আমার সর্বস্ব দিয়েছি এবং লড়াই থেকে কখনো মুখ ফিরিয়ে নিইনি। কখনোই আমার স্বপ্নের প্রতি হাল ছাড়িনি। দুঃখজনক ভাবে আমার স্বপ্ন গতকাল শেষ হয়ে যায়, এই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া মূল্যহীন। আমি শুধু জানাতে চাই, আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে কিন্তু পর্তুগালের প্রতি আমার ভালোবাসা এক মুহূর্তের জন্যেও পরিবর্তন হয়নি। আমি কখনই আমার সহকর্মীদের এবং আমার দেশের থেকে মুখ ঘুরিয়ে নেবোনা। আপাতত আর কিছু বলার নেই, ধন্যবাদ পর্তুগাল, ধন্যবাদ কাতার, স্বপ্ন যতক্ষণ স্থায়ী ছিল ততক্ষন চমৎকার ছিল। এখন এটাই আশা করছি যে আবহাওয়া ভালো উপদেষ্টা হবে এবং সবাইকে অনুমতি দেবে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য।

আরোও পড়ুন :