ফর্ম নেই বিরাট-রোহিতের, ক্ষোভ উগরে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক


ভারতীয়দের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ক্রিকেট। ক্রিকেট ভালোবাসেনা এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। আর ভারতীয় ক্রিকেটের দুই স্বনামধন্য ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুজনেরই এখন ফর্ম নেই। আইপিএলে ১৪টি ম্যাচে রোহিত শর্মা করেছেন ২৮৪ রান। নেই কোন হাফ সেঞ্চুরি।

- Advertisement -

এরপরেই সম্প্রতি এক অনুষ্ঠানে রোহিত শর্মাকে নিয়ে মন্তব্য করেছেন কপিল দেব। তিনি বলেছেন “রোহিত যে অসামান্য খেলোয়াড়, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কেউ যদি ১৪টি ম্যাচ খেলে একটিও অর্ধশতরান করতে না পারে, তাহলে তো প্রশ্ন উঠবেই। তা তিনি গ্যারি সোবার্স কিংবা ডন ব্র্যাডম্যান হোন, বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকর বা ভিভ রিচার্ডস- সকলের ক্ষেত্রেই ব্যাপারটা একই। শুধু রোহিতই বলতে পারবে, ওর কী হয়েছে। ও প্রচুর ক্রিকেট খেলে ফেলেছে? নাকি খেলার ইচ্ছা হারিয়ে ফেলেছে?”

কপিল দেব যখনই কাউকে আক্রমণ করে তখনই কোনরকম রাখঢাক না করেই নিজের মনের কথা বলে দেন। তিনি মনে করেন দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা উচিত ছিল রোহিতের। তবে আপাতত তার ব্যাট থেকে সেরকম রান আসছেনা।

এর আগে বিরাটের সমালোচনাও করেছিলেন কপিল দেব। তিনি বলেছিলেন, “যদি কেউ প্রত্যাশামতো পারফর্ম করতে না পারে, তাহলে প্রাক্তন হিসাবে আমরা কথা বলবই। হ্যাঁ আমি হয়তো বিরাটের সমান ক্রিকেট খেলিনি কিন্তু অনেক সময় কম ক্রিকেট খেলেও সমস্যাগুলো বোঝা যায়। যদি কেউ ভাবে আমরা বড় ক্রিকেটারদের সমালোচনা করতে পারব না, তাহলে তাঁদের নিজেদের ভাবনাচিন্তা বদলাতে হবে। আমাদের নয়।”

কপিলের সাফ কথা, “তুমি যদি রান না করো, আমরা বুঝতে পারি কিছু একটা ভুল করছ। আমরা শুধু একটা জিনিসই দেখি, সেটা হল পারফরম্যান্স। তুমি যদি পারফর্ম করতে না পারো, ভেবো না সবাই চুপ করে থাকবে।”

আরোও পড়ুন :