সমাজের নানা সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ নানারকম মতপ্রকাশ করে থাকেন নিজের মত করে। কখনও কখনও আবার অনেকে নানারকম অশালীন ভাষাও প্রয়োগ করে থাকেন। আর এই তালিকায় সবার শীর্ষে থাকবেন রোদ্দুর রায়।
কিছুদিন আগেই গায়ক কেকের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন রোদ্দুর রায়। তারপরেই তার নামে থানায় অভিযোগ দায়ের হয় এবং গোয়া থেকে গ্রেফতার করা হয়।
এরপরে ssc দুর্নীতি মামলায় আর খুঁজে পাওয়া যাচ্ছেনা তাকে। সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বলছেন না তিনি। তাহলে কি ভয় পেয়ে গেলেন রোদ্দুর রায়? তিনি আর কথা বলবেন না? তা কিন্তু একেবারেই নয়।
তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার মোবাইল পুলিশের কাছে জমা রয়েছে এবং তিনি এখন বারবার আদালতে হাজিরা দিচ্ছেন। এই সব ঝামেলা মিটে গেলেই ফিরবেন স্বমহিমায়।
রোদ্দুর রায়ের ফ্যানেরাও সোশ্যাল মিডিয়ায় অপেক্ষা করছে তার ভিডিওর জন্য। SSC দুর্নীতি নিয়ে মোক্সাগুরু কি বলছেন তা শোনার জন্য মুখিয়ে সকলে।