
মন্দিরে গিয়ে পুজো অনেকেই দিয়ে থাকেন কিন্তু তারা তো আর মুকেশ আম্বানি নন, আর সেই জন্যই মুকেশ আম্বানি মন্দিরে পুজো দিতে গিয়ে যা করেন তা হয়ে ওঠে খাস খবর। সম্প্রতি দক্ষিণের বেশ কিছু মন্দিরে পুজো দিতে গেছিলেন মুকেশ আম্বানি। আর সেখানেই দিয়েছেন মোটা টাকা প্রণামী।
আম্বানি পরিবারের বিলাসবহুল জীবনযাপন এবং শখের বিষয়ে সকলেই কমবেশি জানেন। বিরাট বহুতলে বসবাস থেকে শুরু করে মুম্বাইয়ের ট্রাফিকের হাত থেকে বাঁচতে পার্সোনাল হেলিকপ্টার কেনা, সবকিছুতেই মুকেশ আম্বানি নিজের আভিজাত্যের পরিচয় দিয়েছেন।
কিছুদিন আগেই বেঙ্কেটেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন মুকেশ আম্বানি আর সম্প্রতি কেরোলের গুরুবায়ুর কৃষ্ণ মন্দিরে পুজো দিয়েছেন তিনি। দুটি মন্দিরেই প্রণামী হিসেবে দান করেছেন দেড় কোটি টাকা। দুটি মন্দির মিলিয়ে মোট তিন কোটি টাকা।
গুরুবায়ু কৃষ্ণ মন্দিরের ট্রাস্টের হাতে একটি চেক তুলে দিয়েছেন মুকেশ আম্বানি। সেই চেক দেখে তো সকলের চক্ষু চড়কগাছ। এত টাকার প্রণামী এর আগে কোনদিন কেউ দেয়নি বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মুকেশ আম্বানির এমন দরাজ মনের পরিচয় পেয়ে তারাও খুশি। আগামী দিনে এই টাকা মন্দিরের জন্যই ব্যাবহার হবে বলে জানিয়েছেন তারা।
এতদিন নিজেদের বিলাসিতার পেছনেই খরচ করে গেছেন মুকেশ আম্বানি এবং সেই নিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন তবে তার এমন ঈশ্বরভক্তির নজির এর আগে মেলেনি। মুকেশ আম্বানির এই দান ধ্যান দেখে খুশি দেশের সাধারণ মানুষও।