রণবীর কাপুর এবং আলিয়া ভাট বর্তমানে বলিউড পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। তাদের প্রেমের গুঞ্জন থেকেই এই জুটির ওপর নজর মানুষের। তারা কোথায় যাচ্ছেন কি করছেন সবকিছুই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বলিউডের ক্যাসানোভা রণবীর এর আগে একাধিকবার সম্পর্কে জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কিন্তু এখন সেসব অতীত।
আলিয়াকে বিয়ের পর থেকেই তারা সুখে সংসার করছেন এবং খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন সদস্য। মা হতে চলেছেন আলিয়া। আর হবু বাবা হিসেবে তাই রণবীর সবসময় স্ত্রীর খেয়াল রাখছেন। একাধিকবার মিডিয়ার সামনে এসেছেন দুজন এবং সবকিছু থেকে আলিয়া কে আগলে রেখেছেন রণবীর।
তবে সম্প্রতি রণবীর দাবি করেছেন তিনি আলিয়ার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এর থেকে এক ধাপ এগিয়ে রণবীরের বক্তব্য বাড়িতে আলিয়া কোথায় আছে কি করছে না জেনে তিনি খেতে বসেননা বা বাথরুমে অবধি যান না। স্ত্রীর এই বিশেষ সময়ে সবসময় তিনি তাকে চোখে চোখে রাখেন।
রণবীরের মুখ থেকে এমন কথা শুনে অবাক হবেন অনেকেই। যে রণবীর পোশাকের মত প্রেমিকা বদলাতো সে এতটা নির্ভরশীল হয়ে পড়লো আলিয়ার ওপর কীভাবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। কিন্তু ভেবেও কোন লাভ নেই, ভালোবাসাই পারে মানুষকে সম্পূর্ণভাবে বদলে দিতে। রণবীর কাপুর তার প্রত্যক্ষ প্রমাণ।
সম্প্রতি রিলিজ করেছে রণবীর ও আলিয়ার বহু প্রতিক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবির সেটেই তারা একে অপরের প্রেমে পড়েছিলেন। এখনও ছবির প্রমোশনের জন্য ক্যামেরার সামনে একত্রে দেখা গেছে জুটিকে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরের পার্টের জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশের দর্শক।