নিজের জীবনের এক ভয়ানক সত্যি সকলের সামনে জানিয়েছিলেন রণবীর! যা শুনলে চমকে উঠবেন আপনিও


সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের ওপর বহু মানুষের আগ্রহ থাকে। তারা ক্যামেরার সামনে যে ধরনের পোশাক পড়ে বা কথা বলে তারা কি বাস্তবেও সেরকম? এরকম নানাধরনের কৌতুহল বাসা বাঁধে মানুষের মধ্যে যার ফলে সেলিব্রিটিরা যখন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলে তখন অনেকেই তা নিয়ে বিস্ময় প্রকাশ করে।

- Advertisement -

সেলিব্রিটিদের গসিপ টক শো বলতে প্রথমেই যে শোয়ের নাম আসবে তার নাম ‘কফি উইথ করণ’, এই শোয়ে বলিউডের তাবড় তাবড় সেলেবরা এসেছেন এবং নিজেদের ব্যাক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য করে এসেছেন খবরের শিরোনামে। আর বলিউডের বিতর্কিত ও চর্চিত সেলেবের কথা বললেই প্রথমে আসবে রণবীর সিংয়ের নাম।

নিজের পোশাক এবং স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবরই মানুষের চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন রণবীর। দীপিকা পাড়ুকোনের সাথে বিয়ের আগে রণবীর প্রেম করতেন অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে। আর নিজের তৎকালীন প্রেমিকার সাথে একবার রণবীর এসেছিলেন করণের শোয়ে। সেখানে এসে নিজের সম্পর্কে এমন একটি কথা বলেছিলেন রণবীর যা শোনার পর সকলেই বেশ অবাক হয়ে গেছিলেন।

শোয়ের হোস্ট করণ যখন অভিনেতাকে নিজের সম্বন্ধে অজানা কিছু কথা বলতে বলেন তখন রণবীর জানান, তিনি রাত দশটার পর প্যান্টের পর আর অন্তর্বাস পড়েন না। এমন কথা শুনে অনুষ্কাও বেশ চমকে গেছিলেন এবং সকলে মিলে বিষয়টিকে নিয়ে বেশ মজা করেছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এবার আবার ফিরতে চলেছে ‘কফি উইথ করণ’ এর নতুন সিজন। প্রথমে শোনা যাচ্ছিল আর এই শোয়ের নতুন কোন সিজন আসবেনা, কিন্তু এখন জানা যাচ্ছে খবরটি সম্পুর্ণ ভুল। শুধু তাই নয়, এই সিজনের শুরুর এপিসোডের শ্যুটিং রণবীর সিং এবং আলিয়া ভাট সেরেও ফেলেছেন। দর্শকরা মুখিয়ে রয়েছেন শোয়ের জন্য।

আরোও পড়ুন :