এশিয়া কাপে হেরেছে পাকিস্তান! রেগে গিয়ে ভারতীয় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন রামিজ রাজা


এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে পাকিস্তান। ২৩ রানে হেরেছে তারা। প্রথম থেকেই শ্রীলঙ্কার হাতে ছিল ম্যাচের রাশ সেই রাশ কখনই যায়নি পাকিস্তানের দিকে। একতরফা ম্যাচে শ্রীলঙ্কার জয়জয়কার গোটা পৃথিবী জুড়ে।

- Advertisement -

২০১৪ সালে শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। তারপর থেকে এতবছর দেশটি কোন বড় সাফল্য পায়নি। এর মধ্যে দেশের চরম অবস্থা গোটা বিশ্বের সামনে এসে এবং তা নিয়ে ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে পাকিস্তানের এভাবে হার মেনে নিতে পারেনি সেদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। দুবাই স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রেগে গিয়ে তার ফোন নিয়ে নেওয়ার চেষ্টা করেন যা নিয়ে উঠেছে নিন্দার ঝড়।

প্রথমে সাংবাদিক জিজ্ঞাসা করেন ম্যাচের ফলাফল দেখে পাকিস্তানের মানুষ সম্পুর্নভাবে ভেঙে পড়েছে তিনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এর উত্তরে রমিজ রাজা জিজ্ঞাসা করেন তিনি কি ভারতীয়? এরপরেই বলেন ‘আপনাদের তো আনন্দ হবেই’। কথা বলার সময় সাংবাদিক ফোনে সবটা রেকর্ড করছিলেন। এরপরেই রামিজ রাজা ফোন নিতে যান।

রামিজ রাজার এই ব্যবহারে উঠেছে নিন্দের ঝড়। খেলায় হার জিত থাকবেই সেই কারণে এরকম ব্যবহার কখনোই কাম্য নয়। এমনিতেই ভারত ও পাকিস্তানের মধ্যে সবসময় উত্তেজনা চলতেই থাকে তার মধ্যে রামিজ রাজার এই মন্তব্য কখনোই সমর্থনযোগ্য নয়।

আরোও পড়ুন :