চরম সমস্যায় রাজাপক্ষে! কোন দেশই তাকে থাকতে দিচ্ছেনা


নিজের দেশের চরম সংকটের সময় দেশ ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। গত ১৩ই জুলাই তিনি শ্রীলঙ্কা ছেড়ে চলে যান মলদ্বীপে। সেখানে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ায় বিশেষ চাটার্ড বিমানে সিঙ্গাপুর পাড়ি দেন রাজাপক্ষে। তবে সেখানেও সিঙ্গাপুর সরকার তাকে দুই সপ্তাহের সময় দেন। তবে এখন অবশ্য কিছুটা সুর নরম করে আরো ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

- Advertisement -

গোতাবায়া রাজাপক্ষের সময়টা মোটেই ভালো যাচ্ছেনা। সপরিবারে দেশ ছাড়লেও এখন কোন দেশই তাকে থাকতে দিতে চাইছে না। সিঙ্গাপুর সরকার জানিয়েছে ব্যক্তিগত সফরে এসেছেন রাজাপক্ষে তাকে কোনরকম বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছেনা। গত ১৩ই জুলাই শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছিলেন রাজাপক্ষে।

গোতাবায়া রাজাপক্ষে নিজে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়ে কার্যনিবাহী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন রনিল বিক্রমসিঙ্ঘে কে। বর্তমানে ভোটাভুটির মাধ্যমে তিনিই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নির্বাচনও সম্পন্ন হয়েছে সম্প্রতি।

শোনা যাচ্ছে সিঙ্গাপুরে গিয়ে প্রথমে সিটি সেন্টারে একটি হোটেলে উঠেছিলেন রাজাপক্ষে তারপর সেখান থেকে তিনি কোন পরিচিতের বাড়ি চলে যান। শেষমেশ কি তিনি শ্রীলঙ্কাতেই ফিরবেন? এমন প্রশ্ন উঠে আসছে নানা মহল থেকে। তবে সেদেশের উন্মত্ত জনতা রাজাপক্ষে কে দেশে ঢুকতে দেবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে।

শোনা যাচ্ছে শ্রীলঙ্কা থেকে পালিয়ে ভারতে আসার কথা ভেবেছিলেন কিন্তু শেষমুহুর্তে নিজের পরিকল্পনা বদল করেন তিনি। আগামী দিনে তিনি ফের ভারতের কথা ভাববেন কি না সেটা সময় বলবে।

আরোও পড়ুন :