বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আমেরিকান পপতারকা নিক জোনাসকে বিয়ে করার পর থেকেই আমেরিকার বাসিন্দা হয়ে গেছেন। দেশে তিনি আসেন মাঝেমধ্যে। বলিউডে সেভাবে দেখতে পাওয়া যায়না ‘পিগি চপস’ কে। কিন্তু তার পরেও তাকে নিয়ে ভারতের মিডিয়ার মধ্যে নানা খবর ভাসতে থাকে।
বর্তমানে মেয়ে মালতি কে নিয়ে প্রিয়াঙ্কা সুখে সংসার করছেন। সময় দিচ্ছেন মেয়েকে। একজন আদর্শ মা হয়ে উঠছেন ‘দেশি গার্ল’ যার ফলে তার ঝলক পেতে হলে সোশ্যাল মিডিয়াই এখন একমাত্র ভরসা কারণ সেখানে মাঝেমধ্যেই নানারকম আপডেট দিয়ে থাকেন অভিনেত্রী।
৮২ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিমুহুর্তে ফলো করে চলেছে প্রিয়াঙ্কাকে। তিনি কিছু আপলোড করলেই সেখানে চলে আসে লক্ষাধিক লাইক এবং কয়েক হাজার কমেন্ট। সম্প্রতি নিজের মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন প্রিয়াঙ্কা। নিজের ফ্ল্যাটের জানলায় বসে রয়েছেন তিনি এবং জানলা দিয়ে নিউ ইয়র্ক শহর দেখছে তার মেয়ে। ক্যামেরার দিকে সে অবশ্য পেছন করে রয়েছে কিন্তু তার পরেও এই ছবিটি ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার ভক্তদের মধ্যে।
তবে এই প্রথম নয়, এর আগেও প্রিয়াঙ্কা তার মেয়েকে নিয়ে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তখনও তার মুখ প্রকাশ্যে আনেননি তিনি।
২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ নামক ছবিতে শেষবারের মত দেখা গেছিল প্রিয়াঙ্কাকে। সেখানে তার অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি ছবটি। এর পাশাপাশি হলিউডের বিভিন্ন সিরিজ এবং ছবিতে কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কা। আবার কবে বলিউডে কাজ করবেন অভিনেত্রী সেদিকে তাকিয়ে রয়েছে তার ভক্তরা।