রং খেলার মাঝে স্ত্রী প্রিয়াঙ্কাকে উষ্ণ চুম্বন নিকের! নেটদুনিয়ায় ভাইরাল দৃশ্য


গতকাল ছিল রঙের উৎসব হোলি। গোটা দেশজুড়ে মানুষ মেতেছিল রঙের উৎসবে। বাদ যাননি সেলেবরাও। রঙের উৎসবে গা ভাসিয়েছেন সকলেই এবং সেইসমস্ত ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, যা ভীষন ভাবে পছন্দ হয়েছে ফ্যানদের।

- Advertisement -

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস সবসময়ই থাকেন চর্চার কেন্দ্রবিন্দুতে। মাঝে রটে গেছিল তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে তবে সেই জল্পনাকে মিথ্যে প্রমাণিত করে একসাথেই রয়েছেন এই সেলেব দম্পতি। বরং তাদের ভালোবাসার মুহূর্ত আরো একবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

আদ্যোপান্ত ভারতীয়র মত এবার দোলে রং খেললেন নিক এবং সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিক প্রিয়াঙ্কা এর আগেও রং খেলেছেন একসাথে। সম্প্রতি তাদের রং খেলার ভিডিও ভাইরাল হয়েছে। এর অবশ্য কারণ আছে।

রং খেলার ফাঁকেই স্ত্রীর ঠোঁটে উষ্ণ চুম্বন দিয়েছেন নিক, তাদের আবেগঘন মুহূর্তের এই ভিডিও ফ্যানদের মধ্যে যে ভীষনভাবে ভাইরাল হবে সেটাই তো স্বাভাবিক কারণ, কিছুদিন আগে এই সেলেব কাপলের ডিভোর্সের কথা শুনে অবাক হয়ে ছিলেন অনেকেই।


এবার নিজের পছন্দের সেলেব জুটিকে একসাথে আনন্দে মেতে উঠতে দেখে খুশি তাদের ভক্তকুল। আপনিও কি প্রিয়াঙ্কা চোপড়ার অনুগামী? তাহলে দেখুন এই ভিডিও।

আরোও পড়ুন :