বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রীর নাম পুনম পান্ডে। শুধু অভিনেত্রীই নন তিনি আসলে একজন মডেলও। বারবারই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পুনম। তিনি সবসময় এমন কিছু করে থাকেন যার জন্য গোটা দেশের নেটিজেনদের নজর থাকে তার ওপর।
আগে সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে জনপ্রিয় ছিলেন পুনম। সেখানে প্রতিনিয়ত আপলোড করতেন একের পর এক ছবি ও ভিডিও যা ভাইরাল হয়ে যেত তার ফ্যানদের মধ্যে। বেশ কিছুমাস হয়ে গেল সোশ্যাল মিডিয়া থেকে অনুপস্থিত তিনি। কিন্তু তার সত্ত্বেও পুনম ম্যাজিক কিন্ত অব্যাহত। আরো একবার ভাইরাল হল তার ফটোশ্যুট।
রইলো পুনমের নতুন ফটোশ্যুটের কিছু ঝলকঃ
একাধিকবার পুলিশ কেসে ফেঁসেছেন পুনম। লকডাউনের সময় বিধিনিষেধ না মেনে ড্রাইভ হোক বা বহুদিনের প্রেমিক স্যামকে বিয়ে করার পর তার ওপর গার্হস্থ্য হিংসার অভিযোগ হোক, সবমিলিয়ে পুনম পান্ডে কে নিয়ে মানুষ কথা বলেছেন। একটা সময় স্যামের সাথে পুনমের অন্তরঙ্গ মুহুর্তের ছবি ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়ায়। তার বিয়ে অবশ্য সুখের হয়নি। এখন নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পুনম।
আগে একাধিকবার নগ্নও হয়েছেন পুনম পান্ডে। ভারত ক্রিকেট ম্যাচে জিতলেই তিনি নগ্ন হতেন সকলের সামনে। আগামী দিনে পুনম আবার এমন কিছু খামখেয়ালিপনা করেন কি না সেদিকে নজর রয়েছে তার ভক্তদের এর পাশাপাশি অভিনেত্রীর জীবনে আবার নতুন করে ভালোবাসা আসে কি না তা জানতেও আগ্রহী মানুষ।