বর্তমানে গোটা ভারত জুড়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন গায়িকা নেহা কক্কড়। বেশ কিছু বছর ধরে একের পর এক গান গেয়ে চলেছেন তিনি। বলিউডে প্লেব্যাকের পাশাপাশি বিভিন্ন গানের রিমেক, কভার সমান তালে গেয়েছেন নেহা। কখনও তার গান মানুষের ভালো লেগেছে আবার কখনও তা নিয়ে হয়েছে সমালোচনা।
সম্প্রতি সেরকমই একটি গান গেয়ে সমালোচনার মুখে পড়েছেন নেহা কক্কড়। নব্বইয়ের দশকে ফাল্গুনি পাঠক ছিলেন বেশ জনপ্রিয়। তার গান গুলি সারা দেশের মানুষের কাছে ছিল সমান গ্রহণযোগ্য। আর নেহা কিছুদিন আগেই ফাল্গুনি পাঠকের একটি জনপ্রিয় গান গেয়েছেন। ‘ম্যাইনে পায়েল হ্যা ছানকাই’ গানটি বেশ জনপ্রিয় গোটা দেশের মানুষের কাছে। আর এই গানটিই গেয়েছেন নেহা।
এখনও অবধি প্রচুর মানুষ গানটি শুনে ফেলেছে, তাদের মধ্যে অনেকে গানটির প্রশংসা করলেও অনেকে আবার বেশ সমালোচনাও করেছেন। অনেক শ্রোতার দাবি গানটির মাধুর্য নষ্ট করে দিয়েছেন নেহা। তবে এই সমালোচনায় অংশগ্রহণ করলেন ফাল্গুনি পাঠক নিজে।
যারা নেহার সমালোচনা করে পোস্ট করেছেন সেই পোস্ট তিনি শেয়ার করেছেন এবং তার সাথে ফাল্গুনি নেহার উদ্দেশ্যে বলেছেন, ‘তোমার কন্ঠ দিয়ে অত্যাচার করা বন্ধ করো।’। ফাল্গুনি পাঠকের এমন মন্তব্যের পর থেকেই আরো সমালোচনা শুরু হয়েছে নেহাকে নিয়ে। নিজের গান নেহার গলায় যে ফাল্গুনি পাঠকের একদমই পছন্দ হয়নি তা কার্যত স্পষ্ট।
তবে এই প্রথম নয়, এর আগেও ফাল্গুনি পাঠকের ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ গানটি গেয়েছেন নেহা কক্কড়। এই গানটি বেশ জনপ্রিয় দেশের শ্রোতাদের কাছে। সেবারে অবশ্য নীরব ছিলেন গায়িকা, কিন্তু এবারে তিনি সহশিল্পীর ওপর ক্ষোভ উগরে দিলেন।