আইপিএল নিয়ে এবার বিসিসিআই কে একহাত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড


বিরাট দামে আইপিএলের স্বত্ত্ব বিক্রি হতেই বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। এতদিন দেড় মাস ধরে হত আইপিএল। মোট ৭৪টি ম্যাচ হত একটি সিজনে। এবার সেই সংখ্যা বাড়তে চলেছে। ৭৪ এর বদলে ৯৪ টি ম্যাচ প্রায় আড়াই মাস ধরে হবে বলে জানিয়েছে বিসিসিআই। আর এই কথা শুনেই ঘুম উড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

- Advertisement -

আড়াই মাসের আইপিএল চললে তা আসলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ক্ষতি বলে মনে করছে পিসিবি। তাদের দাবি যদি আড়াই মাস ধরে আইপিএল হয় তাহলে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডও বেশি টাকা আয়ের লোভে এমন লিগ শুরু করবে তাহলে দ্বিপাক্ষিক সিরিজ গুলি সংকটে পড়বে।

বিসিসিআই জানিয়েছে, তাদের সিধান্ত নিয়ে আইসিসির সাথে কথা হয়েছে এবং অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সাথেও তাদের কথা হয়েছে। সকলেই সম্মত হয়েছে আড়াই মাস ধরে আইপিএল চললে সেখানে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা খেলতে পারবে। এরফলে নতুন অনেক ক্রিকেটার সুযোগ পাবে দেশ থেকে।

পিসিবি অবশ্য কিছুতেই এই বিষয়টি মেনে নিতে নারাজ। জুলাইয়ে কমনওয়েলথ গেমের সময় অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সাথে তারা আলোচনা করবে বলে জানিয়েছে। আন্তর্জাতিক সিরিজকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আইপিএল এমনটা দাবি করেছে পিসিবি।

আসলে আইপিএল আড়াই মাস ধরে চললেও পাকিস্তানের প্লেয়ারদের সেখানে খেলার কোন অধিকার নেই। বিশ্বের নামদামি ক্রিকেটাররা আইপিএলের সময় ভারতেই পড়ে থাকে ফলে দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলা হলেও সেখানে তারকা প্লেয়াররা বিশেষ থাকেনা। এই সময়টি পিসিবির বড়সড় ক্ষতি হয় এবং তা রুখতেই গাত্রদাহ হয়েছে তাদের এবং যেকোন মূল্যে আইপিএল এর সময়সীমা কমিয়ে আনতে চায় তারা।

আরোও পড়ুন :