সারাদিনে সামান্য খাবার খাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, রাতে ড্রাই ফ্রুট চাইছে অর্পিতা


বর্তমানে পশ্চিম বাংলায় সবথেকে বড় আলোচনার বিষয় হল SSC নিয়োগ দুর্নিতি। প্রায় ১২০ কোটি টাকার দুর্নিতি হয়েছে বলে অনুমান করছে ইডি। SSC নিয়োগ দুর্নিতি মামলায় বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিজিও কমপ্লেক্সের সাততলায় পার্থ এবং অর্পিতা দুজনেই অস্থায়ী কারাগারে রয়েছেন। দফায় দফায় দুজনকেই জেরা করছে তদন্তকারী অফিসাররা।

- Advertisement -

সিজিও কমপ্লেক্সের যে সেলে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন সেখানে একটি বিছানা, একটি চেয়ার ছাড়া আর বিশেষ কিছু নেই, দিনের বেশিরভাগ অংশ শুয়ে কাটাচ্ছেন তিনি। সারাদিনে সাধারণ খাবার খাচ্ছেন অল্পমাত্রায় এবং সেই সাথে গ্রিন টি খেয়েছেন বেশ কয়েকবার। তবে পার্থবাবুর অস্থায়ী কারাগারে অ্যাটাচড বাথরুম নেই। ফলে যখনই তিনি প্রয়োজন বোধ করছেন তখন নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বাথরুমে যেতে হচ্ছে। এতে বেশ অসন্তুষ্ট শিল্পমন্ত্রী। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় রাতে কফি এবং ড্রাই ফ্রুটের ফিরিস্তি দিচ্ছেন বারবার। তাকে সামলাতে নাজেহাল তদন্তকারীরা।

পার্থবাবু যে ফ্লোরে আছেন সেই ফ্লোরেই অন্য অস্থায়ী সেলে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। প্রথমে কিছুটা ভেঙে পড়লেও এখন তিনি বেশ কিছুটা ধাতস্থ হয়েছেন। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা আসলে কোথা থেকে এসেছে সেই বিষয়ে কিছুটা মুখ খুলেছেন অর্পিতা, জানা যাচ্ছে যখন রাজ্যের বিভিন্ন জেলা থেকে খাম ভর্তি টাকা আসত তখন তা গোনার সময় তিনি উপস্থিত থাকতেন সশরীরে।

এখনও অবধি পঞ্চাশ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে। এই টাকা যে পার্থ চট্টোপাধ্যায়ের সে বিষয়ে কারো কোন সন্দেহ নেই। তবে অর্পিতা মুখোপাধ্যায়ের আরো কিছু ফ্ল্যাটের হদিস রয়েছে ইডির কছে। সেগুলিতে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল।

ইডি জানাচ্ছে এই কেলঙ্কারির পেছনে আরো বড় কোন মাস্টারমাইন্ড লুকিয়ে থাকতে পারে। আগামী দিনে তদন্তের মধ্য দিয়ে তা বেড়িয়ে আসবে। আপাতত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া কালো ডায়রি থেকে পাওয়া তথ্য নেড়েচেড়ে দেখছে ইডি।

আরোও পড়ুন :