এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। যেকোন দিন ঘোষনা হতে পারে তারিখ। আর সেই জন্যই তড়িঘড়ি দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে বসলেন মমতা বন্দোপাধ্যায়। এই বৈঠকে সমস্ত রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিল। হঠাৎ এই তলব শুনে সকলেই বেশ তটস্থ ছিলেন। রাজ্যের নানা সমস্যা নিয়ে এদিন আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উন্নয়নের মাধ্যমেই পঞ্চায়েত ভোটের বৈতরণী পার করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন অবিলম্বে রাস্তার কাজ শেষ করতে বলেন। ভোটের আগেই রাস্তার কাজ শেষ করতে হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে তিনি জানান, এই বিষয়ে কোন অজুহাত শুনতে তিনি নারাজ।
বাংলার বাড়ি ও ১০০ দিনের কাজ নিয়েও এদিন বৈঠকে কথা হয়। মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র বাড়ি তৈরীর জন্য টাকা এবং ১০০ দিনের কাজের টাকা দিচ্ছেনা। খুব তাড়াতাড়ি এই বিষয়ে কথা বলার জন্য দিল্লি যাবেন বলে ঘোষণা করেছেন তিনি।
আধিকারিকদের বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অফিসে থাকার জন্য নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর পাশাপাশি তিনি বলেছেন যার কাছে যে পঞ্চায়েতগুলি রয়েছে সেখানে যেন সারপ্রাইজ ভিজিট করে। পঞ্চায়েত ভোটের আগে সরকারের কোন কাজ যেন অসমাপ্ত না রাখা হয় এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল নির্দেশ।
দুর্গাপুরের বৈঠক থেকেই আলু চাষীদের সমস্যা দূরীকরণে উদ্যোগী হন মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা পাচ্ছেন না আলু চাষীরা সেইজন্য আহমেদপুরের কোল্ড স্টোরেজের মালিকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।