গত ৬ই ফেব্রুয়ারি ২০২২ সকাল ৮টা বেজে ২২ মিনিটে মৃত্যু হয়েছে ভারতের রত্ন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। নিজের কেরিয়ারে তিনি ছাপিয়ে গেছিলেন সমসাময়িক গায়িকাদেরও। নার্গিস থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন সকলেই তাঁর গলায় লিপ সিঙ্ক করেছেন। এর থেকেই বোঝা যায় তাঁর প্রতিভা ছিল অসীম।
তবে আপনি কি জানেন লতা মঙ্গেশকরের বয়স যখন ছিল ৩৩ বছর, সেই সময় নাকি তাঁকে বিষ খাইয়ে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল? তিনমাস শয্যাশায়ী হয়ে গেছিলেন গায়িকা। ডাক্তার বলেছিল তিনি আর কখনও গান গাইতে পারবেন না। তবে নিজের অদম্য ইচ্ছেশক্তির জোরেই আবার সুরের জগতে ফিরে এসেছিলেন তিনি। এই গল্প ঘোরে বলিউডের আনাচে কানাচে এমনকি তার ফ্যানদের অনেকেও এই ঘটনাটি জানেন।
কিন্তু একবার এক সাক্ষাৎকারে লতা মঙ্গেশকর জানিয়েছিলেন তারা অসুস্থতা নিয়ে মিথ্যে গল্প বানানো হয়েছিল। হ্যাঁ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বটে কিন্তু কেউ তাকে বিষ দিয়েছিল কি না সেই বিষয়ে কিছুই খোলাখুলি বলেননি গায়িকা। তবে তিনি জানিয়েছিলেন, ডাক্তার কখনই তাঁকে গান গাইতে পারবেন না বলেনি। নিজের পারিবারিক ডাক্তারই তাঁকে সারিয়ে তুলেছিলেন এবং তিনি যে শয্যাশায়ী হয়েছিলেন তা মেনে নিয়েছেন গায়িকা। তবে এই ঘটনার সময় লতা মঙ্গেশকরের বাবুর্চি উধাও হয়ে গেছিল, তাই আরো বেশি করে এমন গল্প জনপ্রিয় হয়েছিল মানুষের মধ্যে।