
উঠে যাচ্ছে উইনডোজ ৭। এবার বাজারে আসতে চলেছে উইন ডোজ ১০।২০০৯ সালে বাজারে এসেছিল উইনডোজ ৭।এটি প্রচু পরিমানে জনপ্রিয়তা লাভ করেছিল।প্রায় ৮০ কোটি মানুষ নিজেদের কম্পিউটারেে ব্যবহার করেন উইনডোজ ৭। ২০২০ সালে এই অপারেটিল সিস্টেমের সমস্ত পরিসেবা বন্ধ করে দেওয়া হবে।যারা উইনডোজ ৭ ব্যবহার করছেন তাদের কাছে উইনডোজ ১০ ইনস্টল করার নোটিফিকেশন আসবে।
আরোও পড়ুন :