
প্রতিদিন সকালে উঠেই অফিস যেতে আপনার বিরক্তি লাগে? আসল বিরক্তির কারন কিন্তু অফিস নয়, আসল কারন হলো ট্রাফিক জ্যাম এবং বাসে ট্রামে রীতিমতো যুদ্ধ করে অফিসে পৌঁছানো। ট্রাম বা বাসে ভিড়ের কথা মনে পড়লে গায়ে জ্বর আসে অনেকেরই। দশ, কুড়ি টাকা বাঁচানোর জন্য পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে অফিস পৌঁছাতে হয় তা যারা ডেলিপ্যাসেঞ্জারি করেন তারা ভালোই জানেন। কিন্তু ধরুন এমন হয়ে গেল যে, আপনার শহরে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি হয়ে গেল তখন? মানে ধরুন আপনি বাসে ট্রামেই যাতায়াত করছেন কিন্তু সম্পুর্ন ফ্রিতে। মাসের শেষে তাহলে আপনার কত টাকা সেভিংস হবে? কি ভাবছেন স্বপ্ন দেখাচ্ছি? না এটা সত্যি। তবে আমাদের দেশে নয়, ইউরোপের লুক্সেমবার্গে।
এই দেশের সরকার আগামী গ্রীষ্ম থেকে দেশের রাজধানী লুক্সেমবার্গ সিটি তে নাগরিকদের জন্য সমস্ত পরিবহন সম্পুর্ন বিনামূল্যে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিন ফ্রান্স, বেলজিয়াম ছাড়াও বিভিন্ন দেশ থেকে প্রায় ৪লক্ষ মানুষ কাজের আশায় ভিড় জমায় এই শহরে। স্বাভাবিকভাবেই ট্রাফিক জ্যামও মাত্রাতিরিক্ত। এই ছোট দেশটির জনসংখ্যা মাত্র ৬ লাখ কিন্তু যানজটের চক্করে পরে নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় দেশের মানুষের। আর সেই জন্যেই দেশের রাজধানীর সমস্ত বাস, ট্রাম, ট্রেনের মতো পাবলিক ট্রান্সপোর্টে সম্পুর্ন বিনামূল্যে যাতায়াত করার সুবিধা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সরকার। এমনটাই খবর প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ান সংবাদপত্রে। আগের বছর থেকেই ২০ বছরের নিচে সকল নাগরিকদের জন্য পরিবহন সম্পুর্ন বিনামূল্যে করে দিয়েছেন এই দেশের সরকার। সামনের গ্রীষ্ম থেকে তা বহাল হতে চলেছে সব বয়সী মানুষদের জন্য। এদিকে সম্প্রতি গাঁজা সেবনও আইনসিদ্ধ হয়েছে এই দেশে।