- Advertisement -
বহু গুজব, তর্ক, বিতর্ক এবং আলোচনার শেষে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নেহা কক্কর। বর্তমানে প্রজন্মের একজন স্বনামধন্য গায়িকা নেহার সঙ্গে বারবার জড়িয়ে পড়েছে আদিত্য নারায়ণের নাম। শোনা গেছে আদিত্যর সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন নেহা।
- Advertisement -
কিন্তু আদিত্য বারবার স্পষ্ট করেছেন নেহার সঙ্গে তার কেবল বন্ধুত্ব সেখানে ভালোবাসা বা প্রেমের কোনো জায়গা নেই। নিজের দীর্ঘদিনের এক বান্ধবীর সঙ্গে বিয়ের কথা স্বীকার করে নেন আদিত্য।
এদিকে নেহার মনেও রয়েছে অন্য পুরুষ। গায়ক রোহনপ্রিত সিংয়ের সঙ্গে মনে মনে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন নেহা যা প্রকাশ্যে এল সহজেই। অবশেষে সেই বিশেষ সময় উপস্থিত। নিজেদের জীবনের সব থেকে সেরা সময়ের মুহূর্ত নেহা এবং রোহনপ্রিত দুজনেই ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।
আরোও পড়ুন :