করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে শুরু হয়েগেছে টিকাকরণ। কোটি মানুষ কোটি মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিনের দুটি ডোজই সম্পন্ন করেছেন ইতিমধ্যেই। তবে এর মধ্যে অনেকেই আছেন যাদের সূচ দেখলেই ভয় লাগে। বাচ্চা থেকে বয়স্ক অনেকেই সূচ দেখলেই নার্ভাস হয়ে পড়েন, সেক্ষেত্রে তাদের জন্য আসতে চলেছে সূচ বিহীন টিকা।
আজ্ঞে শুনতে অবাক লাগলেও এবার দেশের বেশ কয়েকটি রাজ্যে আসতে চলেছে ফার্মাজেট ইঞ্জেকটর টেকনোলজি যার দ্বারা সূচ ছাড়াই শরীরে প্রবেশ করিয়ে দেওয়া যাবে ভ্যাকসিনকে। আহমেদাবাদের ওষুধ কোম্পানি জাইদাস ক্যাডিলার আনতে চলেছে তাদের ভ্যাকসিন জাইকভ-ডি যা হতে চলেছে দেশের প্রথম সূচবিহীন ভ্যাকসিন। প্রথমে দেশের যে রাজ্যগুলিতে এই ভ্যাকসিন আসবে সেগুলি হল, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে।
সূঁচ ছাড়া ভ্যাকসিনের ডোজ দেওয়ার একটা বিশেষ পদ্ধতি আছে যাকে বলে ‘ফার্মাজেট ইঞ্জেকটরস’ (Jet Injectors) । ত্বকের নীচে অর্থাত্ ইন্ট্রাডারমাল ডোজ দেওয়া হয়। এই ফার্মাজেট ইঞ্জেকটরসে এমন ডিভাইস ব্যবহার করা হয় যেখানে বাতাসের উচ্চচাপে স্প্রিং বা কমপ্রেসড গ্যাসের মাধ্যমে তরল খুব জোরে ত্বকের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ত্বকে ছিদ্র করার দরকার পড়ে না। ঠিক যেভাবে অটোমোবাইল ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকটর ব্যবহার করা হয়, এই পদ্ধতিও অনেকটা তেমনই।