গোটা দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের ভক্ত। গত বুধবার থেকে চৈতন্যহীন অবস্থায় রয়েছেন রাজু। বুধবার দিল্লীর একটি জিমে ট্রেডমিলে হাঁটতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন রাজু এবং তারপরে অজ্ঞান হয়ে যান। সেখান থেকে শিল্পীকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে।
প্রায় ৪৬ ঘন্টা কেটে যাওয়ার পরেও জ্ঞান ফেরেনি রাজুর। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। হৃৎপিণ্ডে দুটি স্টেইন বসেছে রাজুর। কৃত্তিম উপায়ে ভেন্টিলেশনে নিঃশ্বাস চলছে। কাজ করছেনা মস্তিস্ক। চিকিৎসকেরা জানিয়েছেন মস্তিস্ক ক্ষতিগ্রস্থ হয়েছে রাজুর। আগামী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে চিকিৎসকেরা।
টেলিভিশনে স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে মানুষের মন খুব সহজেই জয় করেছিলেন রাজু শ্রীবাস্তব। তিনি সিনেমাতেও কাজ করেছেন। রাজুর মস্তিস্ক খুব একটা সাড়া দিচ্ছেনা বলে জানা যাচ্ছে। যত সময় যাচ্ছে আরো অবনতি হচ্ছে রাজুর শারীরিক অবস্থা।
রাজুর খোঁজ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন কৌতুকশিল্পির স্ত্রীকে। রাজুর শরীরের অবস্থা জিজ্ঞাসা করেছেন তিনি। রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাজুর স্ত্রীকে ফোন করেছেন।
দ্রুত আরোগ্য লাভ করুক রাজু শ্রীবাস্তব। গোটা দেশজুড়ে তার কোটি কোটি ভক্ত সেটাই চায়। এখন কবে তার জ্ঞান ফেরে সেই অপেক্ষাতেই সকলে।