দেশের মানুষের জন্য বড় স্বপ্ন দেখলেন নরেন্দ্র মোদি! আসছে দ্রুততম হাইড্রোজেন ট্রেন


ভারতে মানুষের একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করার অন্যতম প্রধান ভরসা হল ট্রেন। লোকাল হোক বা প্যাসেঞ্জার, অগণিত মানুষ প্রতিনিয়ত কাজে যাওয়া থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবকিছুতেই ট্রেনের ওপর নির্ভরশীল। আর এবার তাই ট্রেনের পরিকাঠামো উন্নত করতে সচেষ্ট মোদি সরকার।

- Advertisement -

খুব তাড়াতাড়ি দেশজুড়ে হাইড্রোজেন চালিত ট্রেন আসবে বলে জানা গেছে। এই ট্রেন যেমন দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাবে তেমনি খরচ ও অনেক কম। বর্তমান বিশ্ববাজারে ক্রুড অয়েল কে কেন্দ্র করে যে পরিমাণ রাজনীতি এবং দরাদরি হচ্ছে তাকে প্রতিহত করতেই হাইড্রোজেনচালিত ট্রেনের কথা ভাবছেন নরেন্দ্র মোদি।

এখনও অবধি এই ট্রেন চলে কেবলমাত্র জার্মানিতে। ফরাসি একটি কোম্পানি ১৪টি ট্রেন বানিয়েছে ৯২ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে। তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শুধুমাত্র ট্রেন নয়, ট্র্যাক থেকে শুরু করে সমস্ত বিষয়ে কাজ শুরু হয়ে গেছে এবং জোরকদমে সেই কাজ চলছে।

দেশে দ্রুততম বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। ইতিমধ্যে দেশজুড়ে এই ট্রেনের নেটওয়ার্ক বিছিয়ে দেওয়ার কাজ চলছে এবং ২০২৩ সালের মধ্যেই এই প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

রেলমন্ত্রী জানিয়েছেন গত দুবছর ধরে সম্পূর্ন দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিন্দে ভারত এক্সপ্রেস ১৮০ কিমি/ঘণ্টা গতিবেগে গিয়েও জলভর্তি গ্লাস কে ফেলতে পারেনি যা গোটা বিশ্বে নজির সৃষ্টি করেছে। বড়সড় কিছুই খারাপ হয়নি ট্রেনগুলিতে ফলে আগামী দিনে আরো বেশ কিছু ট্রেন দিয়ে গোটা দেশকে জোড়ার চেষ্টা চলছে যাতে দ্রুত যাতায়াত করতে পারে মানুষ।

আরোও পড়ুন :