মন্দিরে পুজো সেরে একটি চেক দিলেন মুকেশ আম্বানি! তা খুলতেই সকলের চক্ষু ছানাবড়া


ভারতের ধনকুবের মুকেশ আম্বানি সবসময় থাকেন চর্চার কেন্দ্রবিন্দুতে। আম্বানি পরিবার মাঝেমধ্যেই এমন কাজকর্ম করে থাকে যার জেরে চলে আসেন খবরের প্রথম পাতায়, তাদের লাইফস্টাইল সম্পর্কেও মানুষের আগ্রহের কোন শেষ নেই। সেইসব খবরও গোগ্রাসে গেলে সাধারণ মানুষ।

- Advertisement -

সম্প্রতি ভারতের দক্ষিণের বিভিন্ন মন্দিরে পুজো দিচ্ছেন মুকেশ আম্বানি এবং তিনি যে পরিমাণ অর্থ প্রণামি হিসেবে দিচ্ছেন তা দেখে চোখ কপালে উঠে যাচ্ছে সকলের। সাধারণ মানুষ প্রনামি হিসেবে পাঁচশো, হাজার, দশ হাজার বা খুব জোর এক লক্ষ টাকা প্রণামি দেন কিন্তু মুকেশ আম্বানি সদ্য কেরালার গুরুবায়ুর কৃষ্ণ মন্দিরে পুজো দেন এবং মন্দির ট্রাস্টের চেয়ারম্যানের হাতে একটি চেক তুলে দেখেন। সেই চেক দেখে সকলের চোখ কপালে।

দেড় কোটি টাকার চেক মন্দির কতৃপক্ষের হতে তুলে দিয়েছেন মুকেশ আম্বানি। এর টাকার প্রণামী এর আগে কোনদিন কেউ দেয়নি বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মুকেশ আম্বানির এমন দরাজ মনের পরিচয় পেয়ে তারাও খুশি। আগামী দিনে এই টাকা মন্দিরের জন্যই ব্যাবহার হবে বলে জানিয়েছেন তারা।

বেশ কিছুদিন ধরেই মুকেশ আম্বানির পুজো দেওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাফল্যের চূড়ায় বসে থাকলেও চিরকালই সাধারণ সাদামাটা ভাবে থাকতে ভালোবাসেন মুকেশ আম্বানি। সাদা শার্ট এবং প্যান্ট তার পোশাক।

তবে এই প্রথম আম্বানি পরিবারের ভক্তির বিষয়টি সকলের সামনে এক। এতদিন তাদের বাড়ি, গাড়ি, সোনাদানা এবং আরো নানা শখের খবর কাগজের পাতায় থাকত।

আরোও পড়ুন :