নতুন ব্যবসায় পা রাখতে চলেছেন মুকেশ আম্বানি! কিনতে চলেছেন ইন্টারন্যাশনাল এই ব্র্যান্ড


খুচরো ও টেলিকম ব্যবসার পর এবার কসমেটিকসের দুনিয়ায় নাম লেখাতে চলেছেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি। জিও এবং রিলায়েন্সের মত সংস্থার মালিক মুকেশ আম্বানি কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মের ব্যবসা শুরু করেছেন। তবে এবার একটি জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ড কিনে নেওয়ার কথা ভাবছেন তিনি।

- Advertisement -

শোনা যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড রেভলন কে কিনে নিতে পারে আম্বানি গ্রুপ। কিছুদিন আগেই রেভলন কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। তারপর থেকেই নতুন খবর সামনে আসতে শুরু করেছে এবং এর জেরে এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে ৮৭%।

তবে এখনও অবধি রিলায়েন্সের তরফে এমন কিছু জানানো হয়নি। মুকেশ আম্বানি নিজেও এখনও কোন বিবৃতি দেননি এই বিষয়ে। ১৯৩২ সাল থেকে কসমেটিক্স বিক্রি করে আসছে রেভলন। তাদের লিপস্টিক বেশ জনপ্রিয় হয়ে বিশ্বজুড়ে।

রেভলন কোম্পানি বিশ্বের ১০০টিরও বেশি দেশে নিজেদের প্রোডাক্ট বিক্রি করে থাকে। তবে বেশ কিছু মাস ধরে ডিস্ট্রিবিউশন সমস্যার জন্য ক্রেতাদের কাছে নিজেদের প্রোডাক্ট পৌঁছে দিতে পারেনি তারা। আর এখন প্রতিযোগিতার বাজারে প্রচুর ব্র্যান্ড রয়েছে বাজারে। ফলে বাকিদের থেকে তারা পিছিয়ে পড়েছে।

যদি মুকেশ আম্বানি এই কোম্পানি কিনে নেন তাহলে সম্পূর্ন নতুন একধরনের বাজারে পা রাখবে রিলায়েন্স গ্রুপ। আন্তর্জাতিক এই কোম্পানিকে কিনলে তা আম্বানির মুকুটে যোগ করবে নতুন পালক। যদিও এই বিষয়ে এখনও কিছু নিশ্চিতভাবে জানা যায়নি।

আরোও পড়ুন :