ফের একবার বঙ্গ রাজনীতিতে দেখা গেল অভিনেতা মিঠুন চক্রবর্তী কে। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময় থেকেই ভোটের আগে অবধি বিরামহীন প্রচার সেরেছেন তিনি। কখনো রাজ্যের এ প্রান্তে তো কখনও ও প্রান্তে ছুটে গেছেন গেরুয়া শিবিরের হয়ে, একাধিক সাক্ষাৎকার দিয়েছেন মিডিয়াতেও। তবু বাংলায় ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি।
এবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে নেত্রী অগ্নিমিত্রা পালের হয়ে সকলকে ভারত দিলেন মিঠুন চক্রবর্তী। বিধানসভা ভোটের পর থেকেই রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন অভিনেতা দলের কোন কর্মসূচিতেই দেখা যাচ্ছিল না তাকে। তার হঠাৎ করে এভাবে আগমন কে বেশ গুরুত্বের সাথেই দেখছে সকলে।
অগ্নিমিত্রা পাল সম্পর্কে মিঠুন চক্রবর্তীর বক্তব্য, ‘অগ্নিমিত্রা আপনাদের ঘরের মেয়ে, আপনাদের ঘরের বোনের মতো। ওকে সমর্থন করুন। ও আপনাদের খেয়াল রাখবে।’ তবে এই বিষয়টিকে রাজনৈতিক ভাবে দেখতেও নারাজ অনেকে। অগ্নিমিত্রা পালের সাথে মিঠুন চক্রবর্তীর সম্পর্ক অনেক ভালো। দাদা বোনের সম্পর্ক দুজনের মধ্যে। তাই সেখান থেকেও এই প্রচার হতে পারে।
অগ্নিমিত্রার হয়ে একটি ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তী বলেছেন,’অগ্নিকে আপনারা ভাল করে চেনেন। আমি আরও ভাল করে চিনি কারণ আমার সঙ্গে ওর ভাইবোনের সম্পর্ক। এমন কোনও দিন নেই যেদিন ও আমার খোঁজ নেয় না। আমার থেকে ওর কিছু নেওয়ার নেই। কিন্তু শুধু আমার সঙ্গে সম্পর্কটা বজায় রাখার জন্য ও আমার সুখদুঃখে আমার পাশে থাকে। একবার ভাবুন তো যে মেয়েটা আমার সঙ্গে শুধু সম্পর্ক বজায় রাখার জন্য এত কিছু করতে পারে, তাহলে আপনাদের জন্য কী না করতে পারে। ও তো আপনাদের মেয়ে, আপনাদের নিজের লোক। তাই বলছি ওকে নিয়ে আসুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ও সবসময় আপনাদের পাশে থাকবে।’
সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে গোটা দেশজুড়ে বেশ তোলপাড় হচ্ছে এই ছবিতে একজন প্রাক্তন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। কোটি কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দেশের মানুষের মধ্যেও বেশ চর্চায় রয়েছেন তিনি। এখন তার এই প্রভাব উপনির্বাচনে কোন প্রভাব ফেলে কি না সেটাই দেখার।