উত্তর ২৪ পরগণা জেলাকে ভেঙে তিনটি জেলা তৈরী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


প্রশাসনিক কাজের সুবিধার জন্য রাজ্যের একাধিক বড় জেলাকে ভেঙে নতুন জেলা তৈরি করতে চাইছিলেন মমতা বন্দোপাধ্যায়। আজ সেই ঘোষনা করলেন তিনি। উত্তর ২৪ পরগনা জেলাকে ভেঙে তিনটি জেলা তৈরি করলেন তিনি। একটি জেলার নাম উত্তর ২৪ পরগণা, দ্বিতীয়টির নাম ইছামতী এবং তৃতীয়টির নাম বসিরহাট। যদিও এই নাম বদলে দেবেন বলে জানিয়েছেন নেত্রী।

- Advertisement -

নতুন সাতটি জেলা যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গে। এই সাতটি জেলার নাম হল-
বসিরহাট
কান্দি
ইচ্ছামতি
বহরমপুর
সুন্দরবন
রানাঘাট
বিষ্ণুপুর

বাঁকুড়া জেলাকে ভেঙে বিষ্ণুপুর নামে নতুন জেলা তৈরি করেছেন, সেই সাথে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলকে সম্পুর্নভাবে আলাদা করে একটি জেলা বানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই প্রশাসনিক কাজের জন্য দিল্লি থেকে প্রয়োজনীয় IPS ও IAS অফিসারদের ডেকেছেন মমতা বন্দোপাধ্যায়। খুব তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করতে চান তিনি। প্রশাসনিক কাজের সাহায্যের জন্যই এই সিধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মন্ত্রিসভার সম্পূর্ন রদবদল করা হবেনা মোটেই। সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের মত প্রবীণ নেতাদের মৃত্যুর ফলে সেই দায়িত্ব দেওয়া হবে অন্য কাউকে এবং পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকার দরুন সেই দায়িত্ব তুলে দেওয়া হবে নতুন কাউকে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার বিকেলে।

আরোও পড়ুন :