“আমি কারও চাকরি খেতে দেব না”, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়


কেন্দ্রের অগ্নিপথ স্কিম নিয়ে গোটা দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। বহু যুবক যারা সেনায় কাজের স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়েছে বলে দাবি করেছেন অনেকে। মাত্র চারবছর সেনায় কাজ করার পর যদি কাজ চলে যায় তাহলে বাকি জীবন সে কী করবে? কে কাজ দেবে? এই প্রশ্ন তুলেছেন অনেকেই। এই বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -

তিনি বলেন “চার বছর পর চাকরি চলে গেলে সবারই চাকরি যাবে। তখন বেকারদের বিজেপি বিধায়কদের বাড়িতে দিয়ে আসব, আপনারা চাকরি দেবেন।” এরপরেই পরিস্থিতি বদলে যায়। মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন বিধায়করা বিধানসভা পরিত্যাগ করেন এবং লবিতে পোস্টার হতে বিক্ষোভ শুরু করেন।

অগ্নিপথ আসলে কেন্দ্রের দিশাহীন একটি প্রকল্প বলে মন্তব্য করেছেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, “এই প্রকল্প তো আর্মি ডিপার্টমেন্ট থেকে ঘোষণা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রক করেছে। অগ্নিবীর তৈরির নামে আসলে বিজেপির ক্যাডার তৈরি করা হবে। চার বছর পর চাকরি চলে গেলে তোমাদের বাড়ির লোকেরও চাকরি চলে যাবে। কিসের অগ্নিপথ? আমি কারও চাকরি খেতে দেব না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মুখরক্ষার জন্য সেনাকে সামনে আনা হয়েছে। দেশে কিছু বিজেপির গুন্ডা তৈরি করার জন্যে চার বছরের জন্যে বিজেপি ললিপপ দেখাচ্ছে। এটা ডাকাতি ছাড়া আর কিছু না। আমরা ক্ষমতায় আসার পর কারও চাকরি খাইনি। ১ লাখ চাকরি দিয়েছি। এর মধ্যে ১০০ টা ভুল হতে পারে। কিন্তু সংশোধনের সুযোগ দিতে হবে। না পারলে জেলে পোড়া হোক।”

বিজেপির দাবি সেনাদের অপমান করেছেন মমতা বন্দোপাধ্যায়। অগ্নিবীরদের বিজেপির ক্যাডার বলে মন্তব্য করার জন্য মমতা বন্দোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির সমালোচনায় মুখর দেশ। আগামীদিনে অগ্নিপথ নিয়ে বিজেপির রাজনৈতিক কি মসৃণ হবে নাকি আরো বন্ধুর হবে সেটাই এখন দেখার।

আরোও পড়ুন :