
অবশেষে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে চার ষাত এক করতে চরেছেন বলিউডের অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা, অর্থাৎ তারা দুজনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তারা যে নিজেদের বিয়ে নিয়ে ভাবছেন সে কথা আপনারা আগেই জেনেছেন কিন্তু, এবার মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে এল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে যে, এই বছরের মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতে তাঁরা দুজনে বিয়ের পিঁড়িতে বসববেন, আবার এটাও জানা গেছে যে, বলিউডের এই খ্যাতনামা অভিনেত্রী ইতিমধ্যেই নাকি অর্জুন কাপুরের সঙ্গে তাঁর বিয়ের দিন, তারিখ নিয়েও নিজের টিম-এর সঙ্গে আলোচনাওসেরে ফেলেছেন। জানা গেছে যে, টিম মালাইকার প্রত্যেক সদস্য যাতে ওই বিয়ের দিন অনুষ্ঠানে হাজির থাকতে পারেন, সেই কারণে আগেভাগে থাকতে মালাইকা তাঁদের বিয়ের দিনক্ষণ জানিয়ে দিয়েছিল। আরও জানা গেছে যে, টিম মালাইকার প্রত্যেক সদস্য তাঁদের বিয়েতে হাজির ছিলেন ঠিকই, কিন্তু সেখানে কোনো ক্যামেরার ফ্ল্যাশ সেভাবে থাকবে না। নিদেরূ পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের সাথে করে নিয়ে অর্জুন কাপুরের সঙ্গে চুপিসাড়ে মালাইকা বিয়েটা সেরে নেবেন বলে খবর পাওয়া গেছে। যদিও, মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর, এ বিষয়ে কিন্তু মুখে কোনো কথাই বলেননি করেননি।
বর্তমানে ‘নতুন ছবি পানিপথ’-এর শুটিংয়ে মারাত্মক ব্যস্ত রয়েছেন অর্জুন কাপুর। অন্যদিকে আবার তার হবু বউ, এখন ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ নামে একটি রিয়েলিটি শো-এ বিচারকের আসনে রয়েছেন। এখন শুধু এটাই দেখার যে, নিজেদের সব কাজ মিটিয়ে তবেই কি এ বছর দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেবেন? আপাতত সেই প্রশ্নই এখন বি টাউনের আনাচেকানাচে ঘুরে বেড়াচ্ছে।